‘জিগরা’ বিতর্কে দিব্যা ও করণ জোহরের বাকযুদ্ধ
Divvy and Karan Johar's war of words in the 'Jigra' controversy

Truth Of Bengal: সদ্য মুক্তি পেয়েছে আলিয়ার‘জিগরা’ ছবি। যা নিয়ে তুমুল বিরোধ বেঁধেছে অভিনেত্রী দিব্যা কুমার খোসলা, আলিয়া ও করণ জোহরের মধ্যে। দিন কয়েক আগেই দর্শকশূন্য একটি সিনেমা হলের ছবি পোস্ট করে আলিয়ার বিরুদ্ধে ভুয়ো ব্যবসা দেখানোর অভিযোগ উঠেছিল। তা নিয়ে ছবির প্রযোজক মুখ খুললেও বলিউড অভিনেত্রী আলিয়াকে মুখে রা কাটতে দেখা গেল না।
তবে শেষমেশ গোটা ঘটনায় ফের মুখ খুলতে দেখা গেল দিব্যাকে। তবে মুখ খুলেই থেমে থাকেননি অভিনেত্রী বরং করণ জোহরকে এক হাত নিলেন। এক সাক্ষাৎকারের মাধ্যমে দিব্যা স্পষ্টকরলেন, ‘করণতাঁর সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন। কোনও মহিলাকে এরকম মন্তব্য করা একেবারেই উচিত নয় বলে জানিয়ে অভিনেত্রী বলছেন, তিনি বেশ জনপ্রিয় তাই আলাদা করে জনসংযোগের দরকার পড়ে না।’
আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ সিনেমা নিয়ে দিব্যা খোসলা ও করণ জোহরের মধ্যেতুমুল বাকযু্দ্ধ চলছে বলে গোটা বলিউড দুনিয়া সরগরম। আলিয়া-করণ প্রযোজিত ছবির ‘ফেক কালেকশন’ নিয়ে সরাসরি আক্রমণ করেছেন দিব্যা। নাম না করে এর পাল্টা করণের।তবে চুপ করে বসে থাকার পাত্রী দিব্যাও নয়, একের পর এক পোস্ট করে প্রযোজকের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। করণ-দিব্যার বাকযুদ্ধের সুত্রপাত, নায়িকা-প্রযোজকের মাল্টিপ্লেক্সের একটি ছবি পোস্ট ঘিরে। শুক্রবারই সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জিগরা’ ছবিটি। ভাসান বালা পরিচালিত ছবিটিতে আলিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না, মনোজ পাহওয়া।