বিনোদন
ফের ছবি করতে চলেছেন পরিচালক প্রিয়দর্শন! ছবির নায়ক কে?

The Truth Of Bengal: আবারও জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার, প্রিয়দর্শন ৷ বলিউডের সফল পরিচালক প্রিয়দর্শন ১৪ বছর পর অক্ষয়ের সঙ্গে তাঁর আবার কাজ করার কথা জানিয়েছেন ।
প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি এর আগে হেরা ফেরি, ভাগম ভাগ এবং গরম মশালার মতো সুপারহিট কমেডি ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ নতুন ছবিটি যে একই ফর্মুলাতে তৈরি হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
মূলত কমেডির মোড়কে এক হরর ফ্যান্টাসি হবে তাঁর এই ছবি এমনটা জানিয়েছেন খোদ ছবির পরিচালক প্রিয়দর্শন।