বিনোদন

ফের ছবি করতে চলেছেন পরিচালক প্রিয়দর্শন! ছবির নায়ক কে?

The Truth Of Bengal: আবারও জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার, প্রিয়দর্শন ৷ বলিউডের সফল পরিচালক প্রিয়দর্শন ১৪ বছর পর অক্ষয়ের সঙ্গে তাঁর আবার কাজ করার কথা জানিয়েছেন ।

প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি এর আগে হেরা ফেরি, ভাগম ভাগ এবং গরম মশালার মতো সুপারহিট কমেডি ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ নতুন ছবিটি যে একই ফর্মুলাতে তৈরি হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

মূলত কমেডির মোড়কে এক হরর ফ্যান্টাসি হবে তাঁর এই ছবি এমনটা জানিয়েছেন খোদ ছবির পরিচালক প্রিয়দর্শন।

 

Related Articles