বিনোদন

দোস্তজীর পর চঞ্চল চৌধুরির সঙ্গে সিনেমা বানাতে চলেছেন প্রসূন

Director Prasun Banerjee

The Truth of Bengal: দোস্তোজী সিনেমার হাত ধরে গোটা বিশ্বের সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়। দোস্তজি বাংলা তথা দেশের সীমানা ছাড়িয়ে একেবারে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। শুধু প্রশংসা নয়, বাংলা বাঙ্গালীর গর্ব এখন প্রসূন চট্টোপাধ্যায়। প্রসূন আর দোস্তজি যেন একে অন্যের পরিপূরক হয়ে গেছে। এরপর থেকেই পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় প্রচারের আলোকে। শোনা যাচ্ছে এবার আরও একটি নতুন ছবির পালক সংযোজিত হতে চলেছে তার ঝুলিতে। সেই ছবিতে বড় চমক হিসেবে থাকতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক গায়ক চঞ্চল চক্রবর্তী।

সম্প্রতি ফেসবুক পোস্ট থেকেই সেই জল্পনা শুরু টলিপাড়ায়। ফেসবুকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। সেখানে তিনি লিখেছেন ” এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক। এই পোস্ট দেখে খুব স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে নতুন ছবি নিয়ে চর্চা। ‌ একদিকে দুজনের হাসি মুখ অন্যদিকে একজন পরিচালক অন্যজন অভিনেতা। একজনের ঝুলিতে অসংখ্য সফল ছবি। অন্যজন হলেন নবাগত। তবে প্রথম বলেই একেবারে ছক্কা।

তাই এই নবাগতর ওপরে ভরসা ও প্রত্যাশা ক্রমশ বেড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির। ছবিতে এবং লেখাতে ফুটে উঠেছে আগামী ছবির কথাই। ইতিমধ্যে প্রসূন চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেওছেন, ছবির নাম চূড়ান্ত না হলেও, প্রাথমিকভাবে দুজনের এক প্রস্থ কথাবার্তাও হয়েছে ছবি বিষয় নিয়ে। প্রকারন্তরে ছবির বিষয়টি স্বীকার করে নিয়েছেন প্রসুন চট্টোপাধ্যায়। তাই বলাই যায়, আগামী দিনে আবার কোন নতুন চমকে দিতে চলেছেন পরিচালক প্রসূন।