বিনোদন

আট বছর পর জুটি বাঁধছেন দিলজিত্-আলিয়া, ‘জিগরা’য় দেখা মিলবে দিলজিতের

Diljit-Alia is teaming up after eight years, Diljit will be seen in 'Jigra'

Truth Of Bengal: আট বছর পর ফের একবার জুটি বাঁধছেন দিলজিত্-আলিয়া। ‘এক কুড়ির’ পর আবারও ‘জিগরা’-তে দেখা যাবে দিলজিত্ দোসাঞ্জ ও আলিয়া ভাটকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ছবি পোস্ট করে সেই খবর নিশ্চিত করেছে নির্মাতারা। অক্টোবরেই মুক্তি পাচ্ছে আলিয়া ভাট ও বেদাং রায়না অভিনীত জিগরা। সেখানেই একটি গানে জুটি বাঁধছেন দিলজিত্-আলিয়া।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ২টি চেয়ারে পিছন ঘুরে বসে আসেন দিলজিত্ ও আলিয়া। তাঁদের চেয়ারের পিছনে লেখা রয়েছে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও। দিলজিতের চেয়ারের পিছনে লেখা রয়েছে ‘কুড়ি সম্পর্কে গান গায়’। আর পাশের চেয়ারে আলিয়া বসে আছে যেখানে লেখা আছে, ‘কথিত কুদি’। এর আগে উড়তা পাঞ্জাব ছবিতে এখ কুড়ি গানে জুটি বাঁধতে দেখা যায় তাঁদের।যে গান দর্শক ও শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর আবারও একসঙ্গে জাদু চালাতে আসছে তাঁরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে জিগরার টিজার। যেখানে দেখানো হয়েছে একজন দিদি তাঁর ভাইকে বাঁচাতে কীভাবে সব বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যায়। এখানে বেদাং রায়নাকে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে। টিজারে খুব সুন্দরভাবে বেদাং ও আলিয়ার ভাই-বোনের চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে ছবিটি নিয়ে আলিয়া বলেছেন ‘সাহস, আবেগ এবং সংকল্পের গল্প। এক বছরেরও বেশি সময় পরে, আমরা আমাদের দ্বিতীয় প্রযোজনা – জিগরা শুরু করতে প্রস্তুত, সাহস, আবেগ এবং সংকল্পের একটি সুন্দর গল্প। আমি আশা করি ধারাবাহিকভাবে বাধ্যতামূলক আখ্যানগুলিকে সমর্থন করব যা প্রামাণিক, এবং স্থায়ীভাবে নিরবধি এবং সেগুলিকে জীবন্ত করার জন্য উজ্জ্বল সৃজনশীল মন নিয়ে কাজ করব।’

 

Related Articles