আসছে ধড়ক টু, এবার কারা থাকছেন করণের তালিকায়?
Dhadak 2 is coming, now who is in Karan's list?

The Truth Of Bengal : ‘Mr and Mrs Mahi’র পর এবার করণ জোহার মন দিয়েছে ‘ধড়ক’কে। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমাটি এনেছিল করণ জোহার। এই সিনেমাতেই শ্রীদেবী কন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ডেবিউ করায় তিনি। এবার আসছে তারই দ্বিতীয় পার্ট, ‘ধড়ক ২’। তারই টিজার পোস্টার শেয়ার করেছেন সোমবার KJo। তবে এবার অন্য মুখদের দেখা যাবে জুটি বাঁধতে। তারা নতুন না হলেও জুটি হিসেবে তারা নতুন। জাতিভেদের মুখে পরে দুই লাভ বার্ডসের বলি হওয়া প্রেমের গল্প নিয়ে হতে চলেছে এই ফিল্মটির প্লট।
View this post on Instagram
কারা প্রথমবার জুটি বাধছেন এই নিয়ে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে? তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। নতুন জুটি তারা। তাদের নিয়েই নতুন গল্প সাজিয়েছেন পরিচালক-প্রযোজক। সামাজিক এবং শ্রেণীগত বাধা এড়িয়ে কিভাবে তাদের মধ্যে প্রেম হয় সেটাই এই সিনেমাতে দেখান হবে। নিউ জেনারেশানে এরকম ছবির চাহিদা রয়েছে। এর আগে সিদ্ধান্ত চতুর্বেদীকে ‘খো গেয়া হাম কাহা’ একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমাতে দেখা গেছে। যেটার সফলতা নিয়ে অনেক কথা হয়েছিল। আর ‘বুলবুল’ অর্থাৎ তৃপ্তি দিমরি ‘অ্যানিম্যাল’র পর থেকেই শিরোনামের শীর্ষে রয়েছে। এই নতুন জুটি দর্শকদের ভাল লাগবে এমনটাই আশা করা যায়।
‘ধড়ক ২’ গল্পের ইঙ্গিত পাওয়া গেছে টিজার পোস্টারে। সোমবার করণ জোহার তার ইনস্টাগ্রামে এই পোস্টারটি শেয়ার করেন। সেখানে সিদ্ধান্ত একটি লাল হার্ট ইমোজি দেন। ফিল্মটি রিলিজ করবে ২০২৪এর নভেম্বরের ২২ তারিখে।