বিনোদন

মুক্তি পেল ‘দেভারা: পার্ট ১’, জেনে নিন বক্সঅফিসে আয়ের সম্ভাবনা কেমন?

'Devara: Part 1' was released, know how the chances of income at the box office?

Truth Of Bengal: অবশেষে বড়পর্দায় মুক্তি পেল জুনিয়র এন.টি.আর অভিনীত ‘দেভারা: পার্ট ১’। ছবিতে মুখ্য চরিত্রে জুনিয়র এন.টি.আর-এর বিপরীতে অভিনয় করেছেন বলিউড ডিভা জাহ্নবী কাপুর। বর্তমানে প্রভাস, আল্লু অর্জুন ও ইয়শের পাশাপাশি দক্ষিণী সুপারস্টার জুনিয়র এন.টি.আর-এরও হিন্দিভাষী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা বেশ ভালোই বেড়েছে। তাই তেলেগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে পরিচালক কোরাতালা শিবার পরিচালনায় ‘দেভারা: পার্ট ১’।

২০২২ সালে রাম চরণ ও জুনিয়র এন.টি.আর অভিনীত এবং এসএস রাজামৌলী পরিচালিত ‘আর.আর.আর’ ছবিটিও ব্যাপক ঝড় তোলে গোটা বিশ্ব জুড়ে। আর এবার সোলো অভিনেতা হিসেবে ‘দেভারা: পার্ট ১’ ছবিটিও মুক্তির প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলে গোটা দেশ জুড়ে। ছবিটি ইতিমধ্যে শুধুমাত্র ভারতেই নয় ভারতের বাইরেও এই ছবি একসঙ্গেই মুক্তি পেয়েছে৷ ছবি মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়েও প্রথম থেকেই এই ছবির রেসপন্স ছিল দুর্দান্ত ৷

আশা করা হচ্ছে, ওয়ার্ল্ডওয়াইড প্রথম দিনে এই ছবির আয় হতে পারে ১২৫ কোটি টাকা ৷ একটি সূত্র অনুযায়ী, অ্যাডভান্স বুকিংয়ে ভারতেই এই ছবি আয় করে নেয় ৪০ কোটি টাকা ৷ আর গ্লোবালি সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় ৭৫ কোটিতে ৷ শুধু তাই নয়, অনেকে মনে করছেন ছবির বক্সঅফিসের গতি যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’-র পর ওয়ার্ল্ডওয়াইড বক্সঅফিস কালেকশনের দিক থেকে এই ছবি থাকবে দ্বিতীয় স্থানে৷

অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনাতে প্রথমদিনে ছবির আয়ের আশা করা হচ্ছে ৬৫-৭০ কোটি টাকা ৷ সব মিলিয়ে দেশেই ছবিটি আয় করতে পারে ৮৫-৯০ কোটি টাকা ৷ পাশাপাশি, কর্ণাটকে ছবির আয় হতে পারে প্রথম দিনে ১০ কোটি টাকা ৷ তামিলনাড়ু ও কেরালা থেকে আয় হতে পারে প্রায় ৩ কোটি টাকা ৷ মূলত উত্তর ভারতের মার্কেটই এই ছবির জন্য গুরুত্বপূর্ণ ৷ আরআরআর ছবির পর জুনিয়র এনটিআর-এর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উচ্চাকাঙ্খা ছিল ৷ মনে করা হচ্ছে, প্রথমদিনে হিন্দিতে ছবির আয় উঠে আসবে ৫-৬ কোটি টাকার বেশি৷

 

Related Articles