বিনোদন

কয়লাখনির গল্প নিয়ে আসছেন দেব, ছবির নাম ঘোষণা ১লা জানুয়ারি

Dev New Movie Announce

The Truth of Bengal: সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন টলিউড সুপারস্টার দেব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বেশ কয়েকবছর ধরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও এক্সপেরিমেন্ট করে চলেছেন দেব। আর তাতেই সাফল্য পেয়েছেন তিনি। টনিক,প্রজাপতির পর এবার প্রধানেও দর্শকের মন কেড়েছেন তিনি। খবরের সূত্র অনুযায়ী বছর শেষের দিনগুলিতে ভালই ব্যবসা করছে ছবিটি। তবে, সেই আনন্দে গা ভাসাতেই একটুও রাজি নন তিনি। শোনা যাচ্ছে নতুন বছরের প্রথম দিনেই তাঁর পরবর্তী ফিল্মের ঘোষণা করতে চলেছেন দেব।

বর্তমানে ‘সালার’, ‘ডাঙ্কি’ ঝড়ের মাঝেই দুর্নীতি দমনের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ অফিসার দীপক প্রধান ওরফে দেব। মাত্র পাঁচ দিনেই দেড় কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এবার শোনা যাচ্ছে, কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। যদিও আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা এখনও হয়নি। তবে টলিপাড়ার অন্দরে কানাঘুষো খবর, আগামী ১লা জানুয়ারিতেই এই নতুন প্রজেক্টের কথা প্রকাশ্যে আনতে চলেছেন দেব। শোনা যাচ্ছে, সিনেমার নাম নাকি কয়লাখনির সঙ্গে সাযুজ্য রেখেই ‘খাদান’ হতে চলেছে।

নতুন ছবিতে নিজের রোল বা নায়িকা নিয়ে কিছুই আভাস দেন নি প্রযোজক দেব। ইদানিং দেব তাঁর বিপরীতে কাস্টিং নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। এর আগের দুটি ছবিতে টেলিদুনিয়ার জনপ্রিয় নায়িকাদের নায়িকা হিসেবে কাস্টিং করেছেন দেব। প্রজাপতিতে শ্বেতা ও প্রধানে সৌমিতৃষাকে দেবের বিপরীতে ভালই লেগেছে দর্শকের। এবার খাদান-এ দেবের নায়িকা কে হয় সেদিকে নজর টলিউডের? আর তারই পর্দা উঠবে জানুয়ারির প্রথমদিনেই।

Related Articles