ক্রিসমাস সেলিব্রেশনে দীপিকা-রণবীর-দুয়া, শেয়ার করলেন ছবিও
Deepika-Ranbir-Dua at Christmas celebrations, shared pictures

Truth Of Bengal: বছরের শেষ ফেস্টিভ্যাল ক্রিসমাস। বুধবারই ছিল ২৫ ডিসেম্বর। গোটা বিশ্ব মেতে উঠেছিল ক্রিসমাস সেলিব্রেশনে। পিছিয়ে থাকল না বলিউডও। বলিউড তারকারাও মেতে ছিলেন ক্রিসমাস সেলিব্রেশনে। পরিবার, প্রিয় মানুষ, বন্ধুবান্ধবদের সঙ্গেই ক্রিসমাস কাটালেন তারকারা। ক্রিসমাস সেলিব্রেট করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর ও। তবে শুধু দীপিকা-রণবীর নয় এবার বাবা মায়ের সঙ্গে প্রথম ক্রিসমাস সেলিব্রেট করলেন তাদের কন্যা দুয়া। ক্রিসমাসের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দীপিকা।
View this post on Instagram
দীপিকা সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, বেশ বড় সাইজের ক্রিসমাস ট্রি সাজানো রকমারি ঝকমারি জিনিস দিয়ে। আর তাতেই তিনটে আলোয় জ্বলজ্বল করছে মা-বাবা এবং সন্তানের নাম। একেবারে উপরে লেখা রণবীরের নাম, তার পর দীপিকা পাড়ুকোন এবং একেবারে শেষেরটিতে লেখা বেবি দুয়ার নাম। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী উচ্ছ্বাসপ্রকাশ করে ক্যাপশনে লিখেছেন- ‘আমার মন ভরে উঠেছে।’ এই ছবি পোস্ট করার পর নতুন মাম্মা-পাপাকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা তেমনি একরত্তি দুয়াকে ও আদর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই ছোট্ট দুয়াকে সঙ্গে নিয়েই সামনে এসেছিলেন দীপিকা-রণবীর। তবে শুধুমাত্র মুম্বইয়ের আলোকচিত্রীদেরই দেখিয়েছিলেন ছোট্ট দুয়ার মুখ। আসলে একরত্তিকে তাদের সামনে আনার জন্যে শর্ত রেখেছিলেন নতুন বাবা মা। দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও, কোনও ভাবেই তার ছবি তোলা যাবে না। ছবিশিকারিরাও সেই শর্ত মেনে নিয়েছিলেন।
আর তার পরেরই রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে দেখার সুযোগ পেলেন ছবিশিকারিরা। একরত্তিকে দেখে আলোকচিত্রীরা জানিয়েছিলেন, মেয়ে দুয়াকে অনেকেটাই দীপিকার মতো দেখতে। মেয়ের নাম থেকে মুখের গড়ন, সবেতেই দীপিকার প্রভাব দুয়ার জীবনে। আর এবার ক্রিসমাস উপলক্ষ্যে ও বাবা-মা-মেয়ের মুহূর্ত ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে বলাই যায় বর্তমানে চুটিয়ে ‘প্যারেন্টহুড’ উপভোগ দীপিকা-রণবীর।