বিনোদন

৭৭তম ‘বাফটা’ মাতাল ‘ওপেনহাইমার’, ‘বাফটা’-তে নজর কাড়লেন দীপিকা

Deepika caught the attention of 'Bafta'

The Truth of Bengal: রবিবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হল এবারের বাফটা অ্যাওয়ার্ড। আর এবার বাফটার পুরস্কার মঞ্চে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার ছবিটির জয়জয়কার। সেরা ছবি,সেরা পরিচালক,সেরা অভিনেতাসহ মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ওপেনহাইমার। এই ছবির হাত ধরে প্রথমবার বাফটা অ্যাওয়ার্ড জয় করলেন হলিউডের খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলান।

এবার দেখে নিন এদিন কে কোন বিভাগে বাফটা অ্যাওয়ার্ড জয় করল:-

বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ বিজয়ী তালিকা

  • সেরা ছবি: ওপেনহাইমার
  • সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
  • সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
  • বিদেশি ভাষার সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট।
  • সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
  • সেরা অভিনেতা: সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
  • সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
  • সেরা সহঅভিনেত্রী: দাভাইন জয় রানডল্ফ (দ্য হোল্ডওভার্স)
  • সেরা সহ অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
  • সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
  • সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
  • সেরা এডিটিং: ওপেনহাইমার
  • সেরা পোশাক: পুওর থিংস
  • সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
  • সেরা গান: ওপেনহাইমার
  • সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস

ক্রিস্টোফার নোলানের ছবিটির পাশাপাশি পুওর থিংস ছবিটি পাঁচটা পুরস্কার জয় করেছে। যার মধ্যে রয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার। এই ছবির নায়িকা এমি স্টোন এই পুরস্কার জিতেছেন। তবে, এবারের বাফটা নিরাশ করেছে ভারতীয়দের। কোনও ভারতীয় ছবির স্থান হয়নি বাফটায়। ভারতীয়দের প্রাপ্তি বলতে দীপিকা পাড়ুকোন। গতবছর অস্কারের মঞ্চ সঞ্চালক হিসেবে মাতানোর পর রবিবার ইংল্যান্ডের রয়্যাল ফেস্টিভ্যাল হলে নিজের দ্যুতি ছড়ালেন বলিউড গ্ল্যাম কুইন দীপিকা পাড়ুকোন।

Related Articles