বিনোদন

বড় তথ্য ফাঁস করলেন দেব, কি সেই তথ্য? চলুন দেখে নেওয়া যাক

Dev leaked big information, what is that information? Let's take a look

Truth Of Bengal: বালির মধ্যে একের পর এক পোজ দিয়ে নিজের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে চলেছেন অভিনেতা দেব। বেড়াতে গিয়ে বেশ আনন্দেই আছেন অভিনেতা। এর মাঝে একটি গোপন তথ্য এবার ফাঁস করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা। শুনে কৌতূহল জাগছে? আদেও কি গোপন তথ্যের খোলাসা করেছেন তিনি।

আবার সেই গোপন তথ্য ফাঁস করতেই সেখানে টিপ্পনী কাটতে পিছু হটলেন না রুক্মিণী মৈত্রর। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন দেব – রুক্মিণী। তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায় শহরের অলিতে গলিতে। দুজনের মধুর প্রেমের সম্পর্ক দেখে কারুর যেন নজর না লাগে তা প্রার্থনা করে থাকেন ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

তবে এবার দেব যে তথ্যের ফাঁস করেছেন সেটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত নয়। বহু দিন ধরেই ভক্তরা উৎসুক হয়ে আছেন জানার জন্য কবে বিয়ে এই জনপ্রিয় টলি দম্পতির। কিন্তু আপাতত তা জানা এখনই সম্ভব নয়। নিজের বিয়ের তারিখ সামনে না আনলেও নিজের পরবর্তী ছবি ‘খাদান’ নিয়ে সুখবর দিলেন অভিনেতা। বহু দিন ধরেই ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন কবে জানতে পারবেন ‘খাদান’ এর রিলিজ ডেট।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এবার অবশেষে জানা গেল ১৪ অগাস্ট আসতে চলেছে ছবির টিজার। ভ্রমণে গিয়ে ভক্তদের উদ্দেশ্যে এই সংবাদ দিলেন খোকাবাবু। দূরদূরান্ত পর্যন্ত কেবলই বালিরাশি। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট উঁচু পাহাড়। আদেও এই জায়গাটি কোথায় তা জানা যাচ্ছেনা। অভিনেতা বালির মধ্যে লিখে ‘খাদান’ এর টিজারের তারিখ প্রকাশ্যে এনেছেন ।

নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। আর এই ছবির নীচে রুক্মিণী কমেন্টে লিখেছেন ‘প্রচারের এই কায়দা একটু নৈমিত্তিক, তবে যথেষ্ট কুল লাগছে এই পোস্টটি, আসলে রুক্মিণী বলতে চেয়েছেন পোস্টটি খুবই হট। দুজনেই একই সাথে  ঘুরতে গিয়েছেন, তেমনই গুঞ্জন টলি পাড়ায়। এক সঙ্গে কোন ছবি পোস্ট যদিও এখনও পর্যন্ত করেননি তারা।

 

 

Related Articles