
The Truth Of Bengal : বলিউডের নতুন ছবি ‘ক্র্যাক’- জিতেগা তো জিয়েগা। এই ছবি নিয়ে বড়পর্দায় আসছেন বলিউড তারকা বিদ্যুৎ জামাল। বিদ্যুতের সঙ্গে এই ছবিতে রয়েছেন নোরা ফতেহী। এই স্পোর্টস থ্রিলার ছবিটি মুক্তি পাবে আগামি ২৩শে ফেব্রুয়ারি।
সম্প্রতি, সামনে এল এই ছবির রোম্যান্টিক টিউন দিল ঝুম। সেই গানে ধরা পড়ল বিদ্যুৎ ও নোরার অনস্ক্রিন লাভ কেমিস্ট্রি।এই জুটির রসায়ন কতটা জমল সেটা জানতে চোখ রাখা যাক ক্র্যাক-এর দিল ঝুম-এর খাস ঝলকে।
FREE ACCESS