যশের ছবি ঘিরে বিতর্ক, শুটিং-এর জন্য কাটা হয়েছে শতাধিক গাছ ! বিস্ফোরক অভিযোগ খান্দ্রের
Controversy surrounding Yash's photo, hundreds of trees were cut for shooting! Khander's explosive allegations

Truth of Bengal: ছবির শুটিং-এর জন্য কাটা হয়েছে বিপুল সংখ্যক গাছ। বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খান্দ্রে। মঙ্গলবার, অতিরিক্ত মুখ্য সচিবের কাছে একটি চিঠিতে এই বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। উল্লেখ্য, কন্নড় চলচ্চিত্র তারকা যশ (নবীন কুমার গৌড়া) সম্প্রতি বিগ-বাজেট মুভি ‘টক্সিক’ -এ অভিনয় করেছেন।
চলচ্চিত্রটির নির্মাণের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার শত শত গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খান্দ্রে। তিনি জানান, ওই জায়গায়টি সুরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রক্ষনাবেক্ষনের জন্য। তিনি বলেন,তিনি বেঙ্গালুরুতে সেই জায়গা পরিদর্শন করেছি যেখানে ‘টক্সিক’ সিনেমার শুটিং হচ্ছে।
#WATCH | Bengaluru | On alleged illegal cutting of trees for construction of a set for ‘Toxic’ movie, Karnataka Minister Eshwar Khandre says, “I visited the place (land belonging to HMT) where shooting for ‘Toxic’ movie is being done in Bengaluru. I witnessed many trees had been… pic.twitter.com/jfLo4Lego1
— ANI (@ANI) October 30, 2024
গত বছর স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ওই এলাকায় প্রচুর গাছ আছে কিন্তু বর্তমানে একেবারে ভিন্ন চিত্র। তিনি আরও বলেন, “আমি BBMP-কে বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।” যদি ছাড়পত্র ছাড়াই গাছ কাটা হয়,তাহলে বন আইন লঙ্ঘনের জন্য অভিযোগ দায়ের করা হবে বলেও জানান মন্ত্রী।
রাজ্য সরকার বলেছে যে তারা জমিটি পুনরুদ্ধার করে কাবন পার্কের মতো পরিণত করবে। কন্নড় অভিনেতা যশ অভিনীত অ্যাকশন থ্রিলার মুভি ‘টক্সিক’ নিয়ে কার্যত এই মুহূর্তে বিতর্ক চলছে। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। প্রধান ভূমিকায় রয়েছেন যশ। আগামী বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।