বিনোদন

আবারও নিজের জাদু চালাতে শীঘ্রই আসছে ‘কল মি বে’

'Call Me Bay' is coming soon to work its magic again

Truth Of Bengal: আদিত্যর সঙ্গে ব্রেক-আপ, জীবনে নতুন প্রেমের আগমনের গুঞ্জন, এসবের মাঝেই ভক্তদের একটি সুখবর দিলেন অনন্যা পান্ডে। শীঘ্রই আসতে চলেছে কল মি বে সিজন ২। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে দ্বিতীয় সিজনের। এই সিরিজের নাম ভূমিকাতেই দেখা গিয়েছিল অনন্যা পান্ডেকে।

বুধবারই অ্যামাজন প্রাইমের কর্তৃপক্ষের তরফ থেকে দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু হওয়ার কথা জানানো হয়েছে। এই সিরিজের মাধ্যমেই ওয়েব সিরিজের জগতে পা রাখেন অনন্যা। ৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই কমেডি সিরিজটি প্রিমিয়ার করা হয়। প্রথম সিজন প্রিমিয়ার হওয়ার কয়েকদিন পরেই দ্বিতীয় সিজেনের কথা ঘোষণা করা হয়। সিরিজে অনন্যাকে একজন বিলিয়নিয়ার ফ্যাশনিস্তা ‘বে’ ওরফে ‘বেলা চৌধুরী’-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।

অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি  পোস্ট শেয়ার করে প্রাইম ভিডিয়ো ইন্ডিয়া দ্বিতীয় সিজেন আসার কথা জানিয়েছে। পোস্টটি শেয়ার করে লেখা হয়, ‘আমাদের দিনটি বে-টার হতে পারেনি। তাই বেলা আবার নতুন সিজন নিয়ে আমাদের মুগ্ধ করতে আসছে।’ এই নিয়ে একটি বিবৃতিতে প্রযোজক করণ জোহার লিখেছেন, ‘প্রথম সিজনটি ছিল আমাদের গেম-চেঞ্জার, আমরা সারা বিশ্ব জুড়ে দর্শকদের কাছ থেকে যে ভালবাসা এবং প্রশংসা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ।

এই সিরিজের একটি অংশ হওয়া পরম সৌভাগ্যের বিষয়, সিরিজটি স্ক্রিপ্ট থেকে পর্দায় পৌঁছে যাওয়ায় আমি সত্যি খুব আনন্দিত। অনন্যা, ঈশিতা এবং বাকি কাস্টরা যে ভালবাসা পেয়েছেন তা সত্যি আনন্দের বিষয়। আমি নিশ্চিত যে দ্বিতীয় সিজনটি আগের সিজনের থেকেও আরও বেশি ভালো হবে, দর্শকরা আরও পছন্দ করবেন।’ ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কলিন ডি’কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।

Related Articles