বিনোদন

রুক্মিণীর জন্মদিনে সেরা উপহার দিলেন দেব

Rukmini Maitra Birthday

The Truth of Bengal: অনেক আলোচনার পর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’তে সত্যবতী হিসাবে রুক্মিণীকেই কাস্ট করেন প্রযোজক দেব। সেই নিয়ে স্বজনপোষণের অভিযোগেবিদ্ধ হয়েছিলেন নায়ক। তবে সব সমালোচনার জবাব দিয়ে এদিন সত্য়বতী রূপে মুগ্ধ করেন রুক্মিণী (Rukmini Maitra)। এদিন সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর সত্যবতী লুক প্রকাশ্য়ে আনা হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে, সেই টুইট রি-টুইট করেছেন খোদ ‘ব্যোমকেশ’ দেব (Dev)।

রুক্মিণীর জন্মদিনে এর চেয়ে দামী উপহার আর কী বা দিতে পারতেন দেব! আটপৌরে করা পরা লাল পেড়ে শাড়িতে স্নিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বাঙালি গৃহবধূ রুক্মিণী। হাতে শাঁখা-পলা, গলায় সোনার মালা, সিঁথি রাঙানো সিঁদুরে, খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা রুক্মিণী থুড়ি সত্যবতী। স্ফীতোদরের উপর রাখা তাঁর হাত। হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছে সে, তা স্পষ্ট তাঁর চাউনিতে।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ অবলম্বনে তৈরি হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’(Byomkesh o Durgo Rahasya)। ছবি পরিচালনায় বিরসা দাশগুপ্ত। এই ছবিতেই প্রথমবার বাঙালির আইকনিক ‘সত্যান্বেষী’ ব্য়োমকেশ-এর চরিত্রে ধরা দেবেন দেব। অজিতের ভূমিকায় থাকছেন অম্বরীশ ভট্টাচার্য। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তৃতীয় পর্বের শ্যুটিং শেষে রুক্মিণীর সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন ‘ব্যোমকেশ’ দেব। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে জমে উঠেছিল ব্যোমকেশ-সত্য়বতীর ভালোবাসার গল্প।

Related Articles