মমতার সঙ্গে সাক্ষাতে বুম্বা-দেব কিন্তু রাজ-পরমব্রত নেই কেন ? প্রশ্ন রুদ্রনীলের
Bumba-Dev but not Raj-Parambrata in the meeting with Mamta why? Rudranil's question

Truth Of Bengal: গত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে টলিপাড়া। সেখানে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে পরিচালকদের গোষ্ঠী বনাম ফেডারেশনের যে জোর টক্কর সামনে এসেছিল, সেখানে সমাধান সূত্র বের হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মাননীয়ার মধ্যস্থতায় জট কাটলেও, এবার একাধিক প্রশ্ন তুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপির সক্রিয় নেতা রুদ্রনীল ঘোষ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। সাক্ষাতের সেই ছবি সামনে আসা মাত্রই, রুদ্রনীল ঘোষ প্রশ্ন তুলেছেন, যারা সামনে দাঁড়িয়ে এই দ্বন্দ্ব কাটাতে নেতৃত্ব দিল সেই রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় অনুপস্থিত ছিলেন কেন ! মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁরা নেই! অভিনেতার মতে, “এই ধরনের প্রতিবাদে ওঁদের মতোই জোরালো কণ্ঠস্বরের দরকার ছিল।” যাঁর ছবি নিয়ে এত ডামাডোল, সেই প্রযোজক শ্রীকান্ত মোহতাও মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যে নেই, জানাতে ভোলেননি তিনি। পাশাপাশি, ফেডারেশনের দায়িত্বে থাকা স্বরূপ বিশ্বাসকেও তুলোধনা করার থাকে বাদ থাকেননি তিনি।
তার বক্তব্য, রাজ্যের বিভিন্ন অটো ইউনিয়নের দায়িত্বে যিনি থাকেন, তার হাতে টলিউডের দায়িত্ব গেলে, সর্বনাশ হতে বাধ্য। প্রসঙ্গত, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের একটি ছবির শ্যুটিংকে ঘিরে তরজার সূত্রপাত হয়েছিল। ফেডারেশনের নিয়মভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও, ডিরেক্টরস গিল্ডের সকলে তার পাশে এসেই দাঁড়িয়েছিলেন। তবে, রুদ্রনীলের এই বক্তব্য যেন সেই বিতর্ককে আরও একবার উস্কে দিল, তা বলাই যায়।