বিনোদন
Trending

সানি দেওল ও আয়ুষ্মান খুরানার ‘বর্ডার ২’-র বড় আপটেড, শুরু হচ্ছে শুটিং

'Border 2' shooting is starting

The Truth of Bengal : বিনোদন জগতের এই খবরটি ২১ মে আলোচনার বিষয় হয়ে ওঠে। ‘বর্ডার ২’ ছবিতে দেখা যাবে সানি দেওল ও আয়ুষ্মান খুরানাকে। বলা হচ্ছে অক্টোবরে ফ্লোরে যাবে ‘বর্ডার ২’ ছবিটি।

বর্ডার ২ছবির শুটিংয়ের আপডেট

সানি দেওলের ছবি ‘বর্ডার’ অনেক পছন্দ হয়েছে। এই ছবির সিক্যুয়াল ‘বর্ডার ২’ নিয়ে ক্রমাগত খবর আসছে এবং এতে দেখা যাবে সানি দেওল এবং আয়ুষ্মান খুরানাকে। এবার ‘বর্ডার 2’ ছবিটি নিয়ে নতুন আপডেট এসেছে। বলা হচ্ছে, ‘বর্ডার ২’ ছবিটি অক্টোবরে ফ্লোরে যাবে। তবে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বলা হচ্ছে এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে।

‘বর্ডার ২’ ছবির শুটিং প্রসঙ্গে বলা হচ্ছে, ছবিটি ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে ফ্লোরে যাবে। আমরা আপনাকে বলি যে ১৯৯৭ সালে, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, পূজা ভাট এবং টাবুর মতো তারকাদের জেপি দত্ত পরিচালিত ‘বর্ডার’ ছবিতে সানি দেওলের সাথে দেখা গিয়েছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত ‘সীমান্ত’ ছবিটিকে মানুষ খুব ভালো সাড়া দিয়েছে।

Related Articles