বিনোদন

Boomerang: মুক্তি পেল ‘বুমেরাং’র নতুন গান “অদ্বিতীয়া”! ছবিতে জুটি হিসেবে প্রথম জিৎ রুক্মিণী!

Boomerang: New song "Adwitiya" from boomereng is out today! in this film For the very first time jeet and rukmini will share screen together

The Truth Of Bengal: “বিরহ কি মাঝে মাঝে ভালবাসাকে আরও গভীর করে তলে?”এই টাইটেল নিয়েই  অবশেষে মুক্তি পেল ‘বুমেরাং’ এর নতুন গান “অদ্বিতীয়া”! গানের দৃশ্যে অভিনেতা জিৎ কে দেখা যাচ্ছে রক্মীনির বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে ভীষণ কষ্ট পেতে। তবে কি বিচ্ছেদকেই কেন্দ্র করে এই সিনেমা? সনু নিগমের কণ্ঠে রইল গানের কিছু ঝলক।

অভিনেতা জিৎ এর নতুন ছবি ‘বুমেরাং’ নিয়ে ব্যস্ত যখন নেটিজেনেরা সেখানে বিরহের সুর নিয়ে সনু নিগমের কণ্ঠে চলে এল সিনেমার নতুন গান “অদ্বিতীয়া”।  দিন কয়েক আগেই শুরু হয়েছিল শৌভিক কুণ্ডুর এই নতুন সিনেমার শুটিং। যেখানে টলিউডের  অভিনেতা জিৎ এর সঙ্গে রুক্মিণীকে অভিনয় করতে দেখা যাবে এই প্রথমবারের জন্য। সঙ্গে এই প্রথম তাও আবার জিৎ দ্বারা অভিনীত কোনও সায়েন্স ফিকশন কমেডি দেখতে চলেছে এই প্রজন্ম।

সিনেমা সম্পর্কে ইতিমধ্যেই একাধিক চমকের ইঙ্গিত দিয়েছেন প্রযোজকেরা। সঙ্গে এও শোনা যাচ্ছে যে, এই সিনেমার শুটিং এমন একটি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা হয়েছে যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। যা হলিউডে ‘থ্রি হান্ড্রেড’ ছবির পর বলিউডে ‘ধুম’ সিনেমায় ব্যাবহার করা হয়েছিল। ফলে সিনেমায় ব্যাব্যহার করা এই নতুন প্রযুক্তি ছবির মান আরও বারাবে বলেই অনুমান। সিনেমাটির প্রযোজনায় রয়েছে, জিৎ-এর নিজস্ব প্রযোজক সংস্থা ‘জিতস ফিল্মওইয়ারকার্স প্রাইভেট লিমিটেড’। তবে কিছুদিন আগেই টাইটেল ট্র্যাকের পর আবারও এই গান আপাতত খুশি করেছে তাঁর অনুরাগীদের।

Related Articles