বিনোদন
Trending

শুক্রবার মুক্তি পেল বনি অভিনীত ‘অহল্যা’, প্রযোজক হিসেবে ডেবিউ করলেন পিয়া সেনগুপ্ত

Bonny starrer 'Ahalya' releases on Friday

The Truth Of Bengal : অহল্যা ছবির হাত ধরে টলিউডে প্রযোজক হিসেবে ডেবিউ করলেন পিয়া সেনগুপ্ত। আবার পিয়ার প্রথম ছবিতে নায়কের ভূমিকায় দেখা গেল ছেলে বনিকে। বনির সঙ্গে এই ছবিতে লিড রোলে রয়েছেন পায়েল সরকার ও প্রিয়াঙ্কা সরকার। ছবির গল্পে সুপার ন্যাচারাল বিষয়বস্তু উঠে এলেও দুই নায়িকাই যে ভুতে ভয় পায় তা স্বীকার করে নিলেন।

এই ছবিতে সুপার ন্যাচারাল বিষয়ের সঙ্গে দেখানো হয়ে লিভ-ইন সম্পর্ক। এছাড়াও এদিনের ছবির প্রিমিয়ারে দেখা মিলল দেবশ্রী রায়ের মতো টলিউডের খ্যাতনামা অভিনেত্রীকে। বন্ধু পিয়ার ডাকে সাড়া দিতেই অহল্যার প্রিমিয়ারে আসা টলিউডের কেমিস্ট্রি মাসির।

পরিচালকের কথা মত অলৌকিক এবং মনোস্তাত্বিক বিষয় মিলিয়ে মিশিয়ে টুকরো টুকরো কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে অহল্যায়। ছবির প্রিমিয়ারে টলিউড সেলেবরা টিম অহল্যাকে শুভেচ্ছা জানালেও সাধারণ দর্শকের এই গল্প কতটা হজম হয় সেটাই এখন দেখার।

 

FREE ACCESS

Related Articles