বিনোদন

দীর্ঘ বিরতি শেষ, অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান

Bollywood actor Imran Khan is returning to acting after a long break

Truth Of Bengal: দীর্ঘ বিরতি শেষ। এবার কাজে ফেরার পালা। অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ইমরান। কিন্তু তারপর হঠাৎ করেই বলিউড থেকে গায়েব হয়ে যান অভিনেতা।

ইমরানের কামব্যাক আর হয়তো দেখতে পারবেন না সেটা ধরেই নেওয়া হয়েছিল কিন্তু সবাইকে চমকে ফের অভিনয় ফিরছেন অভিনেতা। যদিও ইমরান আগেই জানিয়েছিলেন উপযুক্ত ছবি পেলে অভিনয়ে ফিরবেন তিনি। সেই মতোই দীর্ঘ অপেক্ষার পর অভিনয়ে ফিরতে চলেছেন বলিউডের চকলেট হিরো।

পরিচালক দানিশ আসলাম জানিয়েছেন, তিনি আবারও ইমরানকে নিয়ে অভিনয় করতে চলেছেন। সম্ভবত, ‘রমকম’ ছবি দিয়েই কামব্যাক করতে চলেছেন ইমরান। তবে এখনও তার বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা জানা যায়নি। তবে পরিচালক দানিশ আসলাম এবং ইমরান খান যে একসঙ্গে কাজ করতে চলেছে তা স্পষ্ট করেন দানিশ।

উল্লেখ্য, ২০১০ সালের রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি ‘ব্রেক কে বাদ’-এ একসঙ্গে কাজ করেছিলেন ইমরান খান ও দানিশ আসলাম। এছাড়াও দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন, শর্মিলা ঠাকুর সহ আরও অনেককে। ২০১৫ সালের পর আর পর্দায় দেখা যায়নি ইমরানকে। এখন দেখার পরিচালক দানিশ আসলামের  হাত ইমরানের কামব্যাক কতটা ছাপ ফেলতে পারে দর্শক মনে।

Related Articles