বড় খবর! সালমানের বাড়িতে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত অনুজ থাপন পুলিশি হেফাজতেই মৃত্যু!
Anuj Thapa accused of shooting at Salman's house died in police custody!

The Truth of Bengal: সালমানের বাড়িতে গুলি চালানোয় যে অপরাধীর নাম উঠে আসছিল পুলিশের কাস্টিডিতে তাদের মধ্যেই একজন অনুজ থাপন-এর আত্মহত্যার খবরে ইতিমধ্যেই শোরগোল পরেছে বম্বে সিটিতে। তাঁকে এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মুম্বাই পুলিশের তরফ থেকে বিষয়টিকে ইতিমধ্যেই নিশ্চিত করে জানিয়েছেন যে, অভিযুক্ত অনুজ থাপা হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করা জন্য মারা গেছেন।
১৪ই এপ্রিল সালমানের বাড়িতে কয়েকজন যুবকের গুলি চালানোর দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে মুম্বাই পুলিশের তৎপরতায় মোট চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই যে চারজনের পরিচয় পাওয়া যাচ্ছে তারা হল, ভিকি গুপ্ত (২৪), অনুজ থাপন (৩২), সাগর পাল (২১), এবং শনু কুমার (৩৭)। তাদের সকলকেই গত সপ্তাহেই গ্রেফতার করা হয়েছিল। এবং মেডিক্যাল টেস্ট এর জন্য কাস্টিডিতে রাখা হয়েছিল।
এরপর হঠাৎই খবর আসে এ এন আই এর তরফ থেকে যে, হেফাজতেই অনুজ থাপন আত্মহত্যা করছেন। পরে তাকে পাশের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে, সেখানে অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।