বিনোদন

১৪৩২ সনের বাংলা নববর্ষ ফ্যাশন ক্যালেন্ডার প্রকাশ

Bengali New Year Fashion Calendar for 1432 released

Truth Of Bengal: কুইন অ্যান্ড কিং অফ হার্টস ও ডিভাইন কানেকশন সংস্থার উদ্যোগে উন্মোচন হল তাদের দ্বিতীয়তম বর্ষের ১৪৩২সনে বাংলা নববর্ষ ফ্যাশন ক্যালেন্ডার। ড. পামেলা পাল দাসের উদ্যোগে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সৌন্দর্য আর আত্মপ্রকাশের এক অনন্য সংকলন এই ক্যালেন্ডার। বাংলা নববর্ষের নতুন ক্যালেন্ডার-এর শুভ মুক্তি হয়।

এই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার ড. পামেলা পাল দাস, পৌরমাতা দেবিকা রায়, পৌরপিতা বাসুদেব মন্ডল, নবতারা ফাউন্ডেশনের ডিরেক্টর গৌরব ত্রিবেদী, ডিজাইনার অয়ন ইন্দু, শান্তনু ঠাকুরতা, মডেল ও অভিনেতা জয় ব্যানার্জি, গৌরব ত্রিবেদী, রূপ বক্সি, অনিন্দিতা রেড্ডি, আরিয়ানা পাল, অনির্বাণ দত্ত, সৌল্য দত্ত বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামী।

এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ বাংলা নববর্ষের ক্যালেন্ডার-এর শুভ সূচনা করেন। এই বাংলা নববর্ষ ক্যালেন্ডারের একটি বৈশিষ্ট্য হল বিশিষ্ট কিছু গুণীজনদের কাহিনী চিত্রনাট্য’র ফ্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়, পোস্টমাস্টার, ঘরে বাইরে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ উপরে মডেলের ফটো চিত্র তুলে ধরা হয়।

Related Articles