বাংলা সিনেমা ‘জঘন্য’! জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মন্তব্যে তোলপাড় নেটপাড়া
Bangla movie 'horrible'! Popular director Anurag Kashyap's comments caused a stir

The Truth Of Bengal: বাংলা সিনেমা ‘জঘন্য’! বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মন্তব্যে তোলপাড় নেটপাড়া। রবিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ছাত্র-ছাত্রীদের আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, “বাংলা সিনেমা এখন একেবারেই ঘটিয়া। একটা সময় বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল কিন্তু বর্তমানে একদম নীচে পড়ে গিয়েছে। তবে মান পড়েছে হিন্দি সিনেমারও।”
অনুরাগের এমন মন্তব্যে তোলপাড় সোশাল মিডিয়ায়। পেপার কাটিংয়ের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে। নেটপাড়ায় কেউ অনুরাগের পক্ষে কথা বলছেন আবার কেউ বিপক্ষে।
এই বিষয়ে মজার সুরে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাঁর ফেসবুক পোস্টে লিখলেন, ”যা ঘটিয়া গেল তাকে বাঙলা সিনেমা দিয়ে নামকরণ করলে নাম হবে অনুরাগের ছোঁয়া?”
টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, “ওঁর কোনও দায় নেই বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর বা বসার বা শোওয়ার। অনুরাগ নিজের মতামত প্রকাশ করেছেন, স্বাধীনভাবে। এই মন্তব্য নিয়ে এত জল্পনা, কান্নার কিছু নেই। কটা ভালো সিনেমা হচ্ছে বাংলায়? কজন নতুন ভালো চলচ্চিত্রকারদের সুযোগ দেওয়া হচ্ছে? বেশ করেছে বলেছে। ওঁর মতো পরিচালকদের বলার অধিকার রয়েছে, তাই বলেছে। মেনে নিন বা অনুরাগকে ভুল প্রমাণ করুন, ভালো ছবি বানিয়ে।”
পদ্মনাভ দাশগুপ্তও একাধিক কটাক্ষ করেছেন
FREE ACCESS