বিনোদন

বান্দ্রার বাড়ি নিরাপদ নয়, দুই সন্তানকে নিয়ে কোথায় গেলেন সইফ-পত্নী?

Bandra house is not safe, where did Saif and his wife go with their two children?

Truth Of Bengal: বলিউডের বহু তারকার বাস মুম্বইয়ের বান্দ্রা এলাকায়। সেখানার নিরপত্তা যে কড়াকড়ি হবে এটাই স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা এই এলাকার নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন তুলে দিয়েছে। গতবছরই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করে। তারপর নতুন বছরের শুরুতেই সাইফ আলি খানের বাড়ির মধ্যে ঢুকে তাকে এলোপাথারি ছুরির কোপ দুষ্কৃতীর।

পর পর এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় তারকারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বান্দ্রাবাসী। আতঙ্কে রয়েছে গোটা নবাব পরিবার। স্বামীর উপর হামলার ঘটনার পরই তড়িঘড়ি দুই সন্তানকে নিয়ে বান্দ্রার বাড়ি ছাড়লেন করিনা। করিনা তার দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান। বান্দ্রার বাড়িতে এমন ভয়ানক হামলার ঘটনার পর দুই সন্তানের নিরপত্তা আগে। আর সেই কারণেই দিদির বাড়িতেই থাকছেন সইফ পত্নী। বিপদের সময়ের বোনের পাশে রয়েছেন করিশ্মা।

ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকা করিনার সঙ্গে দেখা করতে আসছেন করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে। সঞ্জয় দত্ত থেকে শুরু করে করণ জোহার, মালাইকা অরোরা সকলেই পৌঁছেছেন করিনার সঙ্গে দেখা করতে। ভয়াবহ সেই হামলার পর গতকালই অস্ত্রোপচার হয় সইফের। এখন বিপদমুক্ত সইফ আলি খান। চিকিৎসাধীন রয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় হামলাকারী দুষ্কৃতীকে আটক করেছে মুম্বই পুলিশ। এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন জোর কদমে।

Related Articles