শিশুসুলভ সালমান, এয়ারপোর্টে খুদেদের সাথে খোশ মেজাজে ভাইজান
Baby Salman, Bhaijan in good mood with kids at airport

The Truth Of Bengal: বলিউডের সেরা অভিনেতাদের কথা বললে প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি হলেন সবার প্রিয় ভাইজান। তার ভক্ত সংখ্যা আগণিত। তার মধ্যে রয়েছে শিশু ভক্ত ও। ভাইরাল হল শিশু ভক্তদের সঙ্গে সালমান খানের হাত মেলানোর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ভাইজান এয়ারপোর্টে সোয়াগ এর সাথে হেটে এসে শিশুদের সঙ্গে হাত মেলাচ্ছেন।
কেউ সালমানের সাথে দেখা করতে এলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। সম্প্রতি সালমান মুম্বাই ফিরেছেন। ফেরার পথে এয়ারপোর্টে তাঁকে দেখা গেলো একেবারে অন্য মেজাজে, অন্য স্টাইল এ রয়েছেন তিনি। তার পরনে রয়েছে অলিভ রং এর শার্টের সঙ্গে ডেনিম ও কালো টি-শার্ট। মাথায় একটা ক্যাপ।
এয়ারপোর্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন শিশু তার সাথে দেখা করার চেষ্টা করেন । এরপর সালমান সবার সাথে দেখা করে এবং শিশুদের সাথে করমর্দন করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে অনুগামীরা অনেক কমেন্ট করেছেন। কেউ কমেন্টে লিখছেন, “বড় হৃদয়ের সাল্লু।” আবার কেউ লিখছেন, “সল্লু ভাই আসলেই সবার ভাই।”
FREE ACCESS