
The Truth of Bengal: একটা সময় পুজোতে নতুন জামা, নতুন জুতোর মতো পুতজোর নতুন গান নিয়েও উন্মাদনা ছিল তুঙ্গে। যষ্ঠী থেকে পাড়ায় পাড়ায় প্রিয় শিল্পীদের নতুন পুজোর গান বাজত। সেই যুগ এখন অতীত। এখন মিউজিক অ্যালবামের যুগ। গান এখন দেখার এবং শোনার। তাই গত গত বছর থেকেই পুরোনো সেই বাংলা গানের জমানাকে ফিরিয়ে আনার চেষ্টায় বাবুল।
স্কটিশ চার্চ কলেজ ক্যাম্পাসে আচমকাই তারকাদের ভিড়। জানা গেল পুজোর গান গাইছেন বাবুল সুপ্রিয়। না না ভুলিনি। গানে ফিরছে নয়ের দশকের প্রেম। মিউজিক বিডিওতে তার কলেজকালের প্রতিনিধি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিপরীতে লহমা ভট্টাচার্য। সেই শুট উপলক্ষেই স্কটিশ চার্চ কলেজ ক্যেম্পাসে তারকাদের ভিড়।
মিউজিক ভিডিওতে বাবুলের কলেজকালের বন্ধু হিসেবে উপস্থিত অতিথি শিল্পী সুরকার অনিন্দ্য, উপল। রয়েছেন, সোমলতা আচার্য্যও। বাঙালিতো সুযোগ পেলেই স্মৃতি হাতড়াতে ভালবাসে। তাউ বাবুল সুপ্রিয়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ও তেমনই কলেজ ক্যাম্পাসে করলেন স্মৃতি চারনা। সেখান থেকেই তৈরি হচ্ছে মিউজিক ভিডিও না না ভুলিনি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই মুক্তি পাবে এই মিউজিক ভিডিও।