বিনোদন

আর জি কর কাণ্ডে মুম্বাই থেকে সুর চড়ালেন আয়ুষ্মান এবং আলিয়া, কি বার্তা দিলেন তাঁরা?

Ayushmann and Alia rang the tone from Mumbai in R G Kar case, what message did they convey

Truth Of Bnegal: বর্তমানে কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় রাজ্য থেকে দেশ। এই ঘটনায় সরব হয়েছেন আমজনতা থেকে চিকিৎসক মহলের সকলেই । এই তালিকায় বাদ যায়নি বিনোদন জগতও ।

আর সুদূর মুম্বাই থেকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট। আয়ুষ্মান তার সোশ্যাল মিডিয়াতে নিজের ভঙ্গিমাতে একটি কবিতা পাঠ করে একটি ভিডিও পোস্ট করেছেন । তিনি বলেন ‘যদি আমি ছেলে হতাম তাহলে যদি ওই ছেলেগুলোর মধ্যেও একটু মেয়েদের কোমলতা থাকত, যদি আমি ছেলে হতাম…।

‘তিনি তাঁর ভিডিয়োর শেষে আরও বলেন, ‘আজ আমি যদি ছেলে হতাম তাহলে আমি বেঁচে থাকতাম।’ অভিনেতার এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাই হয়েছে নেট দুনিয়ায়। পাশাপাশি আলিয়া ভাট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেশ কিছু ছবি শেয়ার করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী তাঁর প্রথম পোস্টে লেখেন আবারও একটি পাশবিক ধর্ষণ। আবারও একটা দিন মনে করিয়ে দিল মেয়েরা নিরাপদ নয়।

 

View this post on Instagram

 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

নির্ভয়া কাণ্ড ঘটে যাওয়ার দশ বছর পরেও যে কিছু বদলায়নি সেটা আবার বুঝিয়ে দিল ওরা।’ পাশাপাশি তিনি একটি পরিসংখ্যা তথ্য দেন যে মেডিকো হিসেবে কত মহিলা দেশে কাজ করছেন, প্রশ্ন তোলেন তাঁরা এবং অন্যান্য মহিলারা কেন নিরাপদ নয় তাঁদের কাজের জায়গায়, পথে ঘাটে। একই সঙ্গে নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথাও বলেন আলিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

উল্লেখ্য গত সপ্তাহে আর জি কর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন কাণ্ডে তোলপাড় গোটা দেশ । এই আন্দোলনের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগে ১৪ আগস্ট রাতে রাত দখল কর্মসূচি করেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে জমায়েত করেন মহিলারা । এই প্রতিবাদে মহিলাদের পাশাপাশি পুরুষেরা সামিল হয়েছিল । শুধু রাজ্যের মধ্যে সীমিত থাকেনি এই প্রতিবাদী আন্দোলন, দেশি বিদেশের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়।

Related Articles