বিনোদন

‘বর্ডার ২’ করতে নারাজ আয়ুষ্মান! কেন হাতছাড়া করলেন এই সুযোগ ?

Ayushman unwilling to do 'Border 2'! Why missed this opportunity?

The Truth Of Bengal: ‘বর্ডার ২’ থেকে সরে যাচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। অনুরাগ সেন পরিচালিত সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে অনুমান করেছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু শেষ মুহূর্তে জানা যায় ছবিটি করতে নারাজ তিনি। কিন্তু ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি ? প্রসঙ্গত, চলতি বছর ‘বর্ডার ২’-এর ঘোষণা করেন বলি অভিনেতা সানি দেওল। সূত্রের খবর, এই ছবিতে এক সৈনিকের ভূমিকায় অভিনয় করার জন্য আয়ুষ্মানকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু, সানি দেওলের মতো বড় তারকার সামনে নিজেকে দেখতে পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না তিনি। সানি দেওলের বিপরীতে তাঁর ভূমিকা নিয়ে বিভ্রান্ত ছিলেন ছিলেন। এই কারণে তিনি এই ছবি করতে রাজি হননি বলে অনেকের ধারণা। তবে এবিষয় নিয়ে যদিও নিশ্চিত কারণ মেলেনি ।

১৯৯৭ সালে মুক্তি পায় ‘বর্ডার’ ছবিটি। দেশপ্রেম নিয়ে তৈরি এই ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। মুক্তির এতগুলি বছর পরেও এই ছবিটি দেখলে গায়ে কাঁটা দেয়। ‘বর্ডার’ মুক্তির প্রায় ২৬ বছর পরে অর্থাৎ চলতি বছর ‘বর্ডার ২’-এর ঘোষণা করেন সানি দেওল। এই ছবিটি নভেম্বরের মধ্যেই ফ্লোরে আসতে পারে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিনয় গান্ধী। একটি সাক্ষাৎকারে তিনি জানান,” ‘বর্ডার ২’ খুব ভালোভাবে তৈরি হচ্ছে। ছবির চিত্রনাট্য লিখেছেন, স্ত্রী নিধি গাট্টা”। নভেম্বর মাসে বর্ডারের সিক্যুয়েল ছবির শুটিং শুরু হবে বলে জানান বিনয় গান্ধী। তবে শুটিং শুরুর আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই প্রথম নয়,  এর আগে মেঘনা গুলজারের ছবিতে কাজ করবেন না বলে জানিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। মেঘনা গুলজারের ছবির তারিখ আয়ুষ্মানের তারিখের সঙ্গে না মেলার কারণে তাঁকে এই সুযোগ ছাড়তে হয়েছিল। তবে ঠিক কি কারণ রয়েছে ‘বর্ডার ২’-তে কাজ না করার পেছনে, তা নিয়েই জল্পনা তুঙ্গে নেটপাড়ায়।

Related Articles