‘ধর্মবীর ২’এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েই পাপারাৎজির উপর চটলেন রকুলপ্রীত,কেন?
At the trailer launch event of 'Dharmaveer 2', Rakulpreet snapped at the paparazzi, why?

The Truth Of Bengal: কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল ধর্মবীর ২ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। গত শনিবার, ২০ জুলাই ছিল এই অনুষ্ঠান। আর সেখানেই একটি ছোট্ট দুর্ঘটনার মুখে পড়তে পড়তে বেঁচেছেন রকুলপ্রীত সিং। কোনও মতে তাঁকে এদিন সামলে নেন অভিনেত্রীর স্বামী জ্যাকি ভাগনানি। এর পরেই একজন পাপারাৎজির উপর মেজাজ হারান তিনি। কিন্তু ঠিক কি হয়েছিল।কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে ধর্মবীর ২ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে যখন বেরোচ্ছেন তখন হোঁচট খেয়ে পড়তে পড়তে কোনও রকমে বাঁচেন রকুলপ্রীত। জ্যাকি চকিতে স্ত্রীকে ধরে নেওয়ায় পড়ে যাননি অভিনেত্রী। বলাই বাহুল্য সবার সামনে যদি ওভাবে অভিনেত্রী মুখ থুবড়ে পড়তেন তাহলে লজ্জার শেষ থাকত না। কিন্তু সেটার হাত থেকে তাঁকে রক্ষা করেন জ্যাকি।কিন্তু তিনি যে এই পড়তে পড়তে বেঁচে গিয়েছেন সেটা দেখে হেসে ফেলেন কিছু পাপারাৎজি।
আর সেটাই দেখে ফেলেন অভিনেত্রী। আর সঙ্গে সঙ্গেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।। সাথে সাথে চিৎকার করে উঠেন , আর বলেন, ‘এটা হাসার মতো কোনও কথা?’কারা কারা এসেছিলেন ধর্মবীর ২ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে? প্রসঙ্গত, শনিবার ধর্মবীর ২ ছবির ট্রেলার লঞ্চে এসেছিলেন একাধিক তারকা। এঁদের মধ্যে ছিলেন জিতেন্দ্র, গোবিন্দা, সলমন খান, প্রমুখ।