বিনোদন

শুটিং সেটে হঠাৎ অসুস্থ অর্জুন, কিন্তু কী হয়েছে তাঁর? ইনস্টাগ্রামে জানালেন নিজেই

Arjun suddenly fell ill on the shooting set, but what happened to him? He said on Instagram himself

The Truth Of Bengal: হঠাৎ গুরুতর অসুস্থ অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হাতে স্যালাইনের চ্যানেল করা একটি ছবি অর্জুন ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে তাতে লিখেছেন, “jo hota hai ache ke liye hota hai”। আর এই ছবি সোশ্যাল মিডিয়া বাইরন হতেই অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তবে অর্জুন নাকি বারবার তার ভক্তদের জানিয়েছেন তার জন্য চিন্তা না করতে। কথা বলিনি ভালো আছেন। আগের থেকে অনেকটাই ব্যথা কমেছে। অস্ত্রোপচার হলেই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাবেন তিনি।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে অভিনেতা অর্জুন বিজলানি পেটে যন্ত্রণা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এরপর শুক্রবার শুটিং চলাকালী হঠাৎ শুটিং সেটেই অর্জুন অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতার স্ত্রী জানান, অর্জুনের অ্যাপেন্ডিসাইটিসের জন্য অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিনেতা।

১০মার্চ রবিবার সোশ্যাল মিডিয়ায় অর্জুন একটি ছবি পোস্ট করে যেখানে ক্যাপশনে লিখেছেন চিকিৎসক এবং ভগবান যে অশেষ ধন্যবাদ। তিনি আগের থেকে অনেক ভালো আছেন। যারা তাঁর জন্য প্রার্থনা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Bijlani 🧿 (@arjunbijlani)

FREE ACCESS

Related Articles