বিনোদন
Trending

বলিউডে নতুন ধাঁচের রোমান্স, প্রকাশ্যে অরিজিৎ-এর নতুন গান 

Arijit's new song Tainu Khabar Nahi

The truth Of Bengal: বলিউডে আবারও প্রেমের ঝলক। নতুন জুটিতে, নতুন কেমিস্ট্রি। তাতেই ধরা দিলেন দীনেশ ভিজানের ‘Munjya’ ছবির, নতুন জুটি শর্বরী এবং অভয়। সম্প্রতি মুক্তি পেয়েছিল সিনেমার প্রথম গান, ‘তাড়াস’। যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইতিমধ্যেই। তবে একই সিনেমার আরও একটি নতুন গান নিয়ে হাজির পরিচালক, অরিজিৎ সিংয়ের কন্ঠে মুক্তি পেল সিনেমার নতুন গান, “তেইনু খাবার নাহি”।

অরিজিৎ সিংহ মানেই বলিউডের সুরেলা কণ্ঠের সম্রাট। একাধিক সিনেমায় ব্যাক টু ব্যাক ছবিতে গান করতে দেখা যাচ্ছে গায়ককে। তবে দীনেশ ভিজানের আসছে হরর কমেডি ‘Munjya’ ছবিতে এবার অরিজিৎ সিংহের কন্ঠে মুক্তি পেল সিনেমার নতুন গান, “তেইনু খাবার নাহি”। গানের প্রতিটি ঝলকেই দেখা যাচ্ছে দুজনের মধ্যেকার দ্বারুণ কেমিস্ট্রি। এর আগেও পরিচালককে ‘স্ত্রী’ এবং ‘ভেডিয়া’র মতো সিনামা নিজের হাতে বানাতে দেখা গিয়েছে, যা দর্শকরা প্রচুর ভালোবাসাও  পেয়েছিল। তারা এবার বড়পর্দায় নিয়ে আসছেন, ‘Munjya’।

সিনেমার টিজার যখন মুক্তি পায়, তখনও দর্শকদের যথেষ্টই ভালো ফিডব্যাক পেয়েছিলেন ছবিটির নির্মাতারা। এবার সিনেমাটির নতুন গান, যা আবার অরিজিৎ সিংহের গলায়, শোনার পর রীতিমত আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। নীরেন ভাট দ্বারা রচিত‘Munjya’ রহস্যময় এবং বিস্ময়কর কোঙ্কন উপকূলের একটি গল্প। যা সবকিছু ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, চলতি মাসের ৭ তারিখ।

Related Articles