বিনোদন

‘আর কবে’র অনুরোধ ফেরালেন অরিজিৎ, কি বললেন বিদেশী ভক্তকে

Arijit returned the request of 'And when', what did he say to the foreign fan

Truth Of Bengal: আরজি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। অরিজিতের ‘আর কবে’ যেন হয়ে উঠে প্রতিবাদের ভাষা। আট থেকে আশি প্রত্যেকের মুখে এখন ‘আর কবে’। নির্যাতিতার বিচারের দাবি চলছে প্রতিবাদ।

এর মাঝেই ব্রিটেনে মত চারটি গানের শো রয়েছে গায়কের। যার মধ্যে ২ টি শো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিনের শোয়ের একটি ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, এক দর্শক অরিজিতকে ‘আর কবে’ গাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তখনই অরিজিৎ বলে ওঠেন, এই জায়গা এবং এই সময় ‘আর কবে’ গাওয়ার জন্য নয়।

অরিজিৎ সিং বলেন, “ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওটা (‘আর কবে’ গান) আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও। ওখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো”। তিনি আরও বলেন, “গানটা মনিটাইজ করা নেই, মনিটাইজেশন বন্ধ করা আছে। কপিরাইট নেই কোনও। যে কেউ ওটা ব্যবহার করতে পারেন।” সেই ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

৯ অগাষ্ট যে পাশবিক ঘটনা ঘটে আরজি করে তারই প্রতিবাদে গোটা বাংলা তথা দেশ প্রতিবাদে সরব। তারকা থাকে শিল্পী, সাধারণ মানুষ, রূপান্তরকামী প্রত্যেকে নিজেদের মতো করে বিচারের দাবি জানায়। এমনকি ‘রাত দখল’ অভিযানও হয়। অরিজিৎ সিং নিজেও এই ঘটনায় সরব হন। পথে নামবেন বলে জানান তিনি। অবশেষে প্রতিবাদের ভাষা হিসেবে নিজের শিল্পসত্তাকেই বেছে নিয়েছেন গায়ক। বেঁধেছেন গান। সেই গান এখন প্রতিবাদী আন্দোলনের কণ্ঠ হয়ে উঠেছে।

Related Articles