”এ আর রহমান পিতৃতুল্য”, প্রেমের গুঞ্জনে নীরবতা ভাঙলেন মোহিনী, দেখুন ভিডিও
"AR Rahman is like a father", Mohini breaks silence on love rumors

Truth Of Bengal: আপত্তিকর পোস্টের বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ আর রহমান। মুখ খুলেছেন সুরকারের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানু এবং তাঁদের সন্তান। তবে এতদিন চুপ ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সংগীতশিল্পী মোহিনী দে। অবশেষে নীরবতা ভেঙেছেন তিনি। গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। এ আর রহমানকে পিতৃতুল্য বলে মন্তব্য করেন তিনি। বিভ্রান্তিকর খবর না ছড়াতে অনুরোধও করেন তিনি।
View this post on Instagram
মোহিনী ওই ভিডিও তে বলেন, ”আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম রহমান। আট বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করেছি। ওনাকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান আমার বাবার থেকেও বড়। রহমান,যিনি আমাকে তার শো এবং রেকর্ডিং সেশনের সময় তার সংগীত আয়োজনে উজ্জ্বল হওয়ার স্বাধীনতা দিয়েছেন।” তাঁর কথায় মিডিয়া বুঝতে পারে না যে এই ধরণের গুঞ্জন মানুষের মন এবং জীবনে কী প্রভাব ফেলে। ”সংবেদনশীল হন। দয়া করে বিভ্রান্তি জড়াবেন না”, বলেন সংগীতশিল্পী মোহিনী।
রহমান-সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই সহশিল্পী মোহিনী দে তাঁর বিচ্ছেদের খবর ঘোষণা করেন। এরপরেই ওঠে গুঞ্জন। রহমান এবং মোহিনীকে নিয়ে নানা আপত্তিকর পোস্ট ঘুরে বেড়ায় সামাজিক মাধ্যমে। এরপরেই রহমান এক্স হ্যান্ডেলে একটি নোটিশ শেয়ার করে। সেই নোটিশেই কড়া বার্তা দেন, ”রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলুন, তা নাহলে ভারতীয় ন্যায়সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।”