বিনোদন

Anushka Sharma: “মা হওয়ার পর বদলে গেছে জীবনের মানে!” ভামিকার ৫ বছরের জন্মদিনে আবেগপ্রবণ অনুষ্কা

মাতৃত্বের এই পাঁচ বছরের জার্নি তাঁর জীবনকে কতটা বদলে দিয়েছে, তা অকপটে স্বীকার করেছেন তিনি।

Truth of Bengal: কেরিয়ারের সাফল্যের শিখরে থেকেও মাতৃত্বের স্বাদ পেতে অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অনেক অভিনেত্রী। সেই তালিকায় অন্যতম নাম অনুষ্কা শর্মা। সোমবার মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিনে সমাজমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। মাতৃত্বের এই পাঁচ বছরের জার্নি তাঁর জীবনকে কতটা বদলে দিয়েছে, তা অকপটে স্বীকার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, মা হওয়ার অভিজ্ঞতা যে একজন মানুষকে ভেতর থেকে কতটা বদলে দিতে পারে, তা তিনি আগে কখনও কল্পনাও করতে পারেননি। তাঁর মতে, মাতৃত্বের পর জীবন আর আগের মতো থাকে না; বরং এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে দেয়। সন্তানদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে তিনি অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে এই নতুন ভূমিকা তাঁকে জীবনের এক নতুন দিশা দেখিয়েছে। অনুষ্কার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা তাঁর এই সহজ স্বীকারোক্তিকে অত্যন্ত ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন। বি টাউনের অন্যতম জনপ্রিয় জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য বরাবরই প্রশংসিত। বিরাটও প্রায়শই অনুষ্কার প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধার কথা সমাজমাধ্যমে প্রকাশ করেন, যা নেটিজেনদের মন জয় করে নেয়।

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালের ১ ডিসেম্বর ইতালিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন বিরুষ্কা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সেই রাজকীয় বিয়ে সারা বিশ্বে চর্চার বিষয় ছিল। এরপর ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা ভামিকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম হয়। আপাতত দুই সন্তান এবং পরিবার ঘিরেই আবর্তিত হচ্ছে এই তারকা অভিনেত্রীর পৃথিবী।