বিনোদন
Trending

বিয়ে করতে চলেছেন অনুপম, মার্চেই বিয়ে হবে অনুপম-প্রস্মিতার

Anupam is going to get married

The Truth Of Bengal : টলিউডের বিয়ের মরশুম যেন আর শেষ হচ্ছে না। আগামি ২ মার্চ জাতীয় পুরস্কারজয়ী গীতিকার-সুরকার-শিল্পী নতুন করে ঘর বাঁধতে চলেছেন। খবরের সূত্র অনুযায়ী ওইদিন তিনি ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে আইনি বিয়ে সারবেন দীর্ঘদিনের বান্ধবী প্রস্মিতা পালের সঙ্গে। তবে, কোথায় হবে এই আইনি বিয়ে তার কোনও আভাস মেলে নি।

প্রসঙ্গত, অনুপম-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর ছড়ানোর পরেই গায়কের সঙ্গে নাম জড়িয়েছিল প্রস্মিতার। পাত্রীরও এর আগে বিয়ে হয়েছে। অনুপম-প্রস্মিতার সোশ্যাল মিডিয়ায়  প্রায়ই দুজনের ছবি দেখা যেত। কিন্তু এই মেয়েকেই যে জীবনসঙ্গী হিসেবে পচ্ছন্দ করবেন অনুপম তার বিন্দু বিসর্গ কেউ আন্দাজ করতে পারেনি।

এমনকি প্রকাশ্যে দুজনে মুখও খোলে নি। এবার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন স্বয়ং পাত্র অনুপম নিজেই। কোথাও কোনও দ্বিধা তাঁর জীবনে বা মনে যে নেই— সেই ভাব স্পষ্ট। ফলে বছরের প্রথমেই অনুপম রায়ের অনুরাগীদের জন্য যে এটা বড় সুখবর তা আর বলার অপেক্ষা রাখে না।

 

FREE ACCESS

Related Articles