বিনোদন

বলিউডে ফের শ্লীলহানীর অভিযোগ, শরদ কাপুরের বিরুদ্ধে মামলা

Another molestation allegation in Bollywood, case filed against Sharad Kapoor

Truth of Bengal: শরদ কাপুর, নামটা অচেনা নয়। ব্যক্তিটিও চলচিত্র জগতে অতি পরিচিত মুখ। এবার খবরের শিরোনামে উঠে এল তাঁর নাম। কারণ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে এক তরুণী। এমনকি অশ্লীল বার্তা পাঠানো হয় ওই তরুণীকে, এমনও অভিযোগ রয়েছে। মুম্বইয়ের খার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।

কাজের টোপ দিয়ে হেনস্থার অভিযোগ করে বছর ৩২-এর তরুণী জানান, সামাজিক মাধ্যমে অভিনেতার সঙ্গে আলাপ হয় তাঁর। শরদ কাপুর একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে আলোচনা করার অজুহাতে তাকে তার বাড়িতে ডাকেন। এরপরেই বেডরুমে ডেকে অশালীন আচরণ করেন। কোনরকমে সেখান থেকেই বেরিয়ে আসে তরুণী। কিন্তু এরপরেও অশ্লীল ভাষা ব্যবহার করে মহিলাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে।

এরপরেই পুলিশের দ্বারস্থ হয় ওই তরুণী। পুলিশ শরদ কাপুরের বিরুদ্ধে ধারা ৭৪ (অপরাধী শক্তি ব্যবহার করা বা শালীনতাকে ক্ষুন্ন করার উদ্দেশ্যে একজন মহিলাকে আক্রমণ করা), ৭৫ (যৌন হয়রানি) এবং ৭৯ (শালীনতার অবমাননা) এর অধীনে মামলা দায়ের করে। পুরো বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করতে শুরু হয়েছে তদন্ত।

Related Articles