
The Truth of Bengal: স্বর্ণযুগের মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের সপ্তপদী ছবিটি দেখেছেন নিশ্চয়ই? সেখানে একটি ছোট্ট অংশে ফুটে উঠেছিল উইলিয়াম শেক্সপিয়ারের অনবদ্য সৃষ্টি ওথেলো। সেটিও ছিল কলেজের ফেস্টে করা নাটকের। এর আগে এবং পরে বহুবার এই নাটক মঞ্চস্থ হয়েছে। এবার আবার একবার এই সৃষ্টি বড়পর্দায় আসতে চলেছে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে। জীবনের সংগ্রাম থেকে পাওয়া না পাওয়ার খতিয়ান রাখা একটি দলিল এটি।
জিও স্টুডিও এবং SVF এন্টারটেইনমেন্টের হাত ধরে আগামী বছর আসতে চলেছে এই ছবি। যদিও সিলভার স্ক্রিনের জন্য অথৈ নামে আসবে ওথেলো। এই ছবিতে প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাবে বাংলায় ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। শুধু তাই নয় এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ও কাজ করবেন তিনি। ছবিতে তার নাম গোগো। অন্যদিকে থাকবেন সোহিনী সরকার এবং অর্ণ মুখোপাধ্যায়।
তাদের নাম যথাক্রমে দিয়া এবং ডঃ অতোই লোধা। নির্মাতাদের তরফেই ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ ই ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তাহলে বুঝতেই পারছেন আগামী বছরের মুক্তিপত্র ছবিগুলির তালিকায় এই ছবিটিও থাকবে। একেতে ওথেলো তারওপর অনির্বাণ সোহিনীর জুটি। সবটা নিয়ে দর্শকের এই ছবির জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন তা বলা বাহুল্য।