জন্মদিনে নতুন প্রেমের ইস্তেহার অনন্যার, ওয়াকারের গলায় শোনা গেল ‘আই লাভ ইউ’
Ananya's new love declaration on her birthday, Walker's voice heard 'I love you'

Truth Of Bengal: এখনও শীত পড়েনি তবে অনন্যা পাণ্ডের জীবনে ভরা বসন্ত! আম্বানি ঘনিষ্ঠের সঙ্গে গত কয়েক মাস ধরেই চাঙ্কি কন্যার প্রেমের জল্পনা চলছিল। ২৬তম জন্মদিনে সেই জল্পনাতেই সিলমোহর দিতে দেখা গেল অন্যন্যার প্রেমিক প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোকে।
২০২২ সালে কৃতি শ্যাননের দিওয়ালি পার্টি থেকে শুরু হয়েছিল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের গুঞ্জন। তারপরে অনন্যা পাণ্ডে ও আদিত্য রায়ের একসাথে আদরে মাখা ছবি সামনে এসেছে সমাজমাধ্যমে। তবে চলতি বছর মে-মাসের গোড়াতেই ব্রেকআপের খবর সামনে এসেছে। ব্রেকআপ যন্ত্রণা সামলে এবারে ঘুরে দাঁড়ালেন অনন্যা। প্রকাশ্যে ওয়াকারকে বলতে শোনা গেল ‘আই লাভ ইউ অনন্যা’।
ইনস্টাগ্রাম স্টোরিতে ধূসর পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে থাকা একটি অনন্যার ছবি পোস্ট করেন ওয়াকার। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘শুভ জন্মদিন সুন্দরী! তুমি খুব স্পেশাল! আই লাভস ইউ অ্যানি’। আসলে অনন্যাকে ভালোবেসে অ্যানি বলেই ডাকেন ওয়াকার। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গিয়েছিল।
জানা গেছে, গত মার্চে আদিত্য রায় কাপুর ও অনন্যার সম্পর্কে ব্রেক আপ হয়। উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সিটিআরএল-এ। ৪ অক্টোবর নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পায়। এই ছবিতে দক্ষতার সাথে অভিনয় করার জন্য প্রশংসা কুড়িয়েছেঅনন্যা।