বিনোদন

মুম্বই থেকে উত্তরপ্রদেশ! ‘শাহানশাহ’ অমিতাভের ‘ডবল’ ভোটার কার্ড? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

ঝাঁসির ভোটার তালিকা দেখে দেখা গেছে, ঝাঁসির ওর্চা গেট এলাকার ভোটার শাহানশাহ অমিতাভ বচ্চন।

Truth Of Bengal: তামিলনাড়ু, কেরালা-সহ বিভিন্ন রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর। আম জনতা থেকে সেলেব্রিটি, সকলকেই এনুম্যারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হয়েছে। এরইমধ্যে উত্তর প্রদেশের ঝাঁসির ভোটার তালিকা দেখে সকলের চক্ষু চড়কগাছ।

ঝাঁসির ভোটার তালিকা দেখে দেখা গেছে, ঝাঁসির ওর্চা গেট এলাকার ভোটার শাহানশাহ অমিতাভ বচ্চন। বাবা হরিবংশ রাই বচ্চনের নামও আছে ভোটার তালিকায়। ভোটার তালিকা অনুযায়ী ওই কাচিয়ানা এলাকার ৫৪ নম্বর বাড়ি তাঁদের। অথচ বহুদিন ধরে মুম্বইয়ের জুহু এলাকার বাসিন্দা অমিতাভ বচ্চন। সেখানেই ভোট দেন তিনি। কিন্তু ঝাঁসির ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের বয়স লেখা আছে ৭৬ বছর। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৩ সালে নাকি ঝাঁসিতেই ভোট দেন অমিতাভ। বিতর্কিত ভোটার তালিকার ১ নম্বর পার্টে নাম রয়েছে অমিতাভ বচ্চনের।

একই ঠিকানায় ভোটার হিসাবে নাম রয়েছে সুরেন্দ্র কুমার ও তাঁর ছেলে রাজেশ কুমার নামে ২ ভোটারের। বিস্ময়ের এখানেই শেষ নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ৫৪ নম্বর বাড়ির কোনো অস্তিত্ব নেই। সেখানে একটি মন্দির রয়েছে। কোনোদিন তাঁরা অমিতাভ বচ্চন বা তাঁর পরিজনদের এলাকায় দেখেননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে পুরোনো ভোটার তালিকার রেকর্ড নিয়ে। নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles