
The Truth of Bengal: ‘অফ ডে’র দিন আমার কাজের শিডিউল’, একথা লিখেই ভিডিওটি পোস্ট করেছেন আলিয়া। সুইমিং পুলে শরীর ডোবানো অবস্থাতেই ঘুমিয়ে পরেছিলেন অভিনেত্রী। পরে আবার চোখ বন্ধ করে চিৎ হয়ে শুয়ে রয়েছেন। আলিয়ার এই ভিডিও দেখে অর্জুন কাপুরের মন্তব্য, ‘এই হোটেল আর ছুটিটা আমার চাই।’
স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহাকে সঙ্গে নিয়েই নিউ ইয়র্কে গিয়েছেন আলিয়া। কাজ থেকে বিরতি নিয়েছেন দুই তারকা। নিশ্চিন্তেই কয়েকটা দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই টেনিস দেখতে গিয়েছেন। সোশাল মিডিয়ায় রণবীর নেই। রয়েছেন আলিয়া। নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
নিউ ইয়র্কের অভিজাত ম্যান্ডেরিন হোটেল থেকে এই ভিডিও পোস্ট করেছেন আলিয়া। বিশাল এই হোটেল থেকে প্রায় গোটা শহর দেখা যায়। সুইমিং পুলের পাশাপাশি স্পা, জিম, স্টিম অ্যান্ড সনা রয়েছে এখানে। আবার বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। এক ছাদের তলায় এই সুযোগ সুবিধা পাওয়ার খরচও প্রচুর। দিনে প্রায় এক লক্ষ টাকা।