প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অযোগ্য’, রুপোলী সন্ধ্যায় তারকা সমাগমে নেমে এল চাঁদের হাট
'Ajogyo' released in theaters, Chander Haat came down with stars in Rupoli evening

The Truth Of Bengal : অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ৫০তম ছবি ‘অযোগ্য’। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি। ছবির কাস্টিং-এ রয়েছে একাধিক চমকও।
যুগের পর যুগ ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একের পর এক কালজয়ী জুটিকে সামনে এনেছে। আর এবার টলিউডের সবচেয়ে যোগ্য জুটির হাত ধরে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অযোগ্য’। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অন-স্ক্রিন জুটি হিসেবে ৫০তম ছবি মুক্তি পেল শুক্রবার।
পাশাপাশি, এদিন অন্য ছন্দে দেখা যায় ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। নতুন এই ছবি যে প্রত্যেকের মন কাড়তে চলেছে, সঙ্গে ঋতুপর্নার সঙ্গে এত দিনের পথ চলাকে সঙ্গে নিয়েই দর্শকদের ধন্যবাদ জানান অভিনেতা। অপরদিকে, ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপম রায়। কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। এছাড়াও, ছবির স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং উজান গঙ্গোপাধ্যায়।