ঐশ্বর্যর আঙুলে নেই বিয়ের আংটি! জল্পনা শুরু বিচ্ছেদের
Aishwarya's finger does not have a wedding ring! Speculations of separation started

Truth Of Bengal : বচ্চন পরিবারের অশান্তির খবর নতুন কিছু নয়, এর আগেও একাধিকবার সেই খবর সামনে এসেছে।এই আবহে ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নিয়েও নানান কথা শোনা যাচ্ছে। দুজনের বিচ্ছেদ নিয়ে নানা কথা সামনে আসছে। এদিকে ঐশ্বর্যর আঙুলে তাঁর বিয়ের আংটিখানি না দেখা যাওয়ায় অভিষেক-ঐশ্বর্যর মধ্যে বিচ্ছেদের জল্পনা আরও বাড়ছে। সম্প্রতি মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্যের দুবাই যাওয়ার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই ঐশ্বর্যের এই বিদেশ যাত্রা।
View this post on Instagram
ইতিমধ্যেই দুবাইয়ের ছবি ও ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের একাংশ দাবি জানিয়েছেন, প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে বিয়ের আংটিটি উধাও। তবে কি বলিউড অভিনেতা অভিষেকের সাথে সম্পর্ক ভাঙার পথে ঐশ্বর্য? এখন সেই প্রশ্নই চারিদিকে ঘোরাফেরা করছে। একসময় সলমন খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্কেও একসময় ভাঙন ধরে। তারপর ঐশ্বর্য বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন বলেই জানা যায়। সেই সম্পর্কও বেশিদিন টেকসয় হয়নি।
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্য গাঁটছড়া বেঁধেছিলেন। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যা জন্ম নেয়।বলিউড অন্দরে শোনা গিয়েছে যে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গেও নাকি বলিউড তারকা ঐশ্বর্যর একেবারেই মিল নেই।এমতাবস্থায় ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কও নড়বড়ে।যদিও বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারের মাধ্যমে নিজের বিয়ের আংটি দেখিয়ে বিচ্ছেদের জল্পনার জবাব দেন অভিষেক।