বিনোদন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি-তে ‘শ্রীকান্ত’

After theaters, now 'Srikanth' on OTT

The Truth Of Bengal : ১০ মে মুক্তি পেয়েছে ‘শ্রীকান্ত’। একজন দৃষ্টিশক্তিহীন মানুষের জীবনের অনবদ্য লড়াই এবং তাঁর সংগ্রামকে নিয়েই হিরানন্দানি সুন্দরভাবে এই গল্প তুলে ধরেছেন তাঁর সিনেমায়। ‘বায়োপিক’টির প্রাণকেন্দ্র বিজ্ঞান সাধক শ্রীকান্ত বোল্লা! যার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রাজকুমার রাও’কে। প্রেক্ষাগৃহে এই মুভিটি মুক্তির পর এবার ওটিটিতেও মুক্তি পেতে চলেছে ‘শ্রীকান্ত’।

শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য, বৈষম্য, গুন্ডামির শিকার হয়েও শ্রীকান্ত কোনও দিন পালিয়ে যাওয়ার কথা ভাবেনি। নব্বই এর দশকের এক গরীব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীকান্ত। দৃষ্টিশক্তিহীন ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বাবা। কিন্তু মা ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন, এবং তাঁকে সবসময়ই নিজের কাছে আগলে রাখবেন বলে প্রতিশ্রুতি দেন বাবার কাছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁর জীবনের সংগ্রাম বাড়তে থাকে। তবে সবকিছু উপেক্ষা করেই পড়াশোনা মন দিতে থাকে ছোট্ট শ্রীকান্ত। ক্লাসে অনন্য ছাত্রদের থেকে শ্রীকান্ত পড়াশোনার ভালো। গণিত এবং বিজ্ঞানে শ্রীকান্তের প্রখর জ্ঞান হওয়ার কারণে এটি তাঁকে অন্য ছাত্রদের থেকে পৃথক করে। সে চেয়েছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, কিন্তু একজন দৃষ্টিশক্তিহীন মানুষের পক্ষে বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ কোথায়? তাই  একপ্রকার সিস্টেমের বাইরে গিয়েই চলতে থাকে স্বপ্ন জয়ের লড়াই। যে লড়াই-এ তাঁকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন স্বয়ং রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ। পরবর্তী কালে শ্রীকান্ত নিজের ‘স্টার্টআপ’ খোলার জন্য বিনিয়োগকারী খুঁজছিল, তখন স্বয়ং রাষ্ট্রপতি সহ রতন টাটাও তাঁকে সাহায্য করেন।

গল্প তখন মোড় নেয় যখন শ্রীকান্তের জীবনে আসেন তাঁর শিক্ষিকা দেবিকা। তাঁর অবিরাম প্রচেষ্টা এবং অনুপ্রেরণার কারণে প্রথম দৃষ্টিশক্তিহীন ছাত্র হিসেবে বস্টনে এমআইটি-তে পড়াশোনাও করার সুযোগ পান। এরপর দেশে ফিরে এসে বন্ধুসম ব্যবসায়িক অংশীদার রবি মান্থার সহযোগিতায় বোল্যান্ট ইন্ডাস্ট্রি শুরু করেন। সিনেমায় ‘কেয়ামত সে কেয়ামত’ ছবির ‘পাপা কহতে হ্যায়’ গানের  পুনঃব্যবহার খুব সুন্দর ভাবে গল্পে গাঁথা হয়েছে। ২ ঘন্টা ২ মিনিটের এই সিনেমা, যা আপনাকে অনুপ্রাণিত করবে সঙ্গে সাহস জোগাবে আপনাকে, শ্রীকান্ত পারলে আপনি কেন নন?

একটি বিখ্যাত ওটিটি প্লাটফর্ম তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রাজকুমার রাও- এর ছবি শ্রীকান্তের একটি পোস্টার শেয়ার করেছে। পোস্টের নিচে লেখা রয়েছে রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’ ৫ জুলাই স্ট্রিমিং জায়ান্টে মুক্তি পেতে প্রস্তুত। অনেক দর্শক এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাননি তাই তাদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমার নির্মাতারা।

Related Articles