বিনোদন
Trending

‘আইসিস’ এর পর মাওবাদী আন্দোলন, নতুন ছবি বস্তার নিয়ে আসছেন সুদীপ্ত সেন …

After 'Isis', Maoist movement, Sudipta Sen is bringing a new film.

The Truth Of Bengal: ‘দ্য কেরালা স্টোরি’র পর এবার মাওবাদী আন্দোলনের গল্প বলতে আসছেন পরিচালক সুদীপ্ত সেন। ছবির নাম বস্তার। সোমবার প্রকাশ্যে এল এই নতুন ছবির পোস্টার।

গতবছর বলিউডের সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত ছবি হল সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি। নতুন বছরে সেই সুদীপ্ত দর্শকদের উপহার দিতে চলেছেন মাওবাদী আন্দোলনের উপর নতুন এক সিনেমা বস্তার। মাও আন্দোলনের পঞ্চাশ বছরকে ট্রিবিউট দিতে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক। এই ছবিতেও রয়েছেন দ্য কেরালা স্টোরি খ্যাত আদা শর্মা। আদা ছাড়াও সুদীপ্তর এই নতুন ছবিতে দেখা যাবে রাইমা সেনকে। ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল শাহই এই নতুন ছবিটির প্রযোজনা করছেন। ছবিটি মুক্তি পাবে আগামি ১৫ মার্চ।

২০২৩-এর বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ সবচেয়ে বিতর্কিত ছবি হিসেবে চিহ্নিত হয়েছিল। মুক্তির পর থেকেই ছবিটি হট টপিক অফ দ্য টাউন ছিল। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ছবির গল্পকে ঘিরে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে গতবছর। পরে অবশ্য সপ্তাহ ঘুরতেই আইনি হস্তক্ষেপে নিষেধাজ্ঞা ওঠে।

ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই গোটা দেশের সঙ্গে বাংলাতেও নিষিদ্ধ করা হয় ‘দ্য কেরালা স্টোরি’। ফলে সিনেমা হলে শো না পাওয়ার কারণে বহু সিনেমাপ্রিয় বাঙালি ছবিটি দেখতে পাননি। আর এবার বাঙালি পরিচালক সুদীপ্ত সেন ‘দ্য কেরালা স্টোরি’র সেই বিতর্ককে সঙ্গে নিয়েই এবার নতুন ছবি বস্তার-এর হাত ধরে দর্শকদের নতুন কী উপহার দিতে চলেছেন সেটাই এখন বড় প্রশ্ন.

Free Access

Related Articles