বিনোদন

‘ছাঁইয়া ছাঁইয়া’-এর পর ‘তওবা তওবা’, দীপাবলি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতের নাচে মুগ্ধ নেটপাড়া

After 'Chainya Chainya', 'Tawaba Tawaba', US Ambassador's dance at Diwali event impresses Netpara

Truth Of Bengal: দীপাবলির আবহে খোশমেজাজে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। সম্প্রতি বলিউডের জনপ্রিয় ‘তওবা তওবা’ গানে দুর্দান্ত পারফরম্যান্স করে মঞ্চ মাতালেন তিনি। আর সেই ভিডিও ক্লিপ এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। একেবারে ভারতীয় এথনিক লুকে দেখা যায় মার্কিন রাষ্ট্রদূতকে। পরনে খয়েরি কুর্তা, সাদা পায়জামা আর গলায় লাল উত্তরীয়, চোখে সানগ্লাস। বলিউডি স্টাইলে ধরা দিয়ে বাহবা কুড়িয়েছেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনদের।

চলতি বছর মুক্তি পাওয়া ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ব্যাড নিউজ’। আর এই ছবির যে গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে তা হলো ‘তওবা তওবা’। সামাজিক মাধ্যমে এই গানের ওপর কম রিল পোস্ট হয়নি। এবার সেই গানেই পারফরম্যান্স করে ভাইরাল মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

প্রসঙ্গত, গতবছর দীপিকাবলি উপলক্ষে অনুষ্ঠানে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে পা মিলিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এরিক গারসেটি। এবারও ব্যতিক্রম নয়।  মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে আয়োজন করা হয় দীপাবলি অনুষ্ঠান। দূতাবাসের কর্মচারীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন রাষ্ট্রদূত।

Related Articles