বিনোদন

আল্লুর পর বিপাকে সুকুমার! আয়কর হানা পরিচালকের বাড়িতে

After Allu, Sukumar in trouble! Income tax raid on director's house

Truth Of Bengal: ‘পুষ্পা ২’, মুক্তির আগে থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। কখনো আল্লু অর্জুন তো কখনো আবার ছবির পরিচালক। এদিন পরিচালক সুকুমারের বাড়িতে চলল আয়কর হানা। সূত্রের খবর, ঘণ্টা খানেক ধরে পরিচালকের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এই সময়ে হায়দরাবাদে বিমানবন্দরে ছিলেন সুকুমার।

খবর পেয়ে, পরিচালককে বিমানবন্দর থেকে নিজের বাড়িতে নিয়ে আসে আয়কর বিভাগের আধিকারিকরা। তারপরই জিজ্ঞাসাবাদ চলে ঘণ্টাখানেক ধরে। মূলত কর ফাঁকি দেওয়ার সন্দেহে আয়কর আধিকারিকরা সুকুমারের লেনদেনের নথিপত্র যাচাই করছেন। তবে সঠিক ঠিক কি কারণে আয়কর হানা তা স্পষ্ট জানা যায়নি।

উল্লেখ্য, এরআগে গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর। যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত। সবমিলিয়ে এই ঘটনায় আল্লু অর্জুন স্বস্তি পেয়েছেন। কিন্তু এবার বিপাকে পড়লেন ছবির পরিচালক সুকুমার।

প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিলের অভিনয় মুগ্ধ করছে সকলকে। ছবির অ্যাকশন, গান ও অভিনেতাদের অভিনয় দারুণ মন জয় করেছেন দর্শকের। মুক্তির ১ মাসের মধ্যেই ১৮৩১ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘পুষ্পা ২’। সবমিলিয়ে বক্স অফিসে এই ছবি ঝড় তুললেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘পুষ্পা ২’ টিমের।