বিনোদন
অভিনয়ের পর এবার পরিচালনায় হাতে খড়ি দেবের
After acting, this time, Khadi Dev will be directing

The Truth of Bengal: অভিনয়ের পর এবার পরিচালনায় হাতে খড়ি। আসছে অস্কারের জন্য মনোনীত হওয়া অভিনেতা দেব প্যাটেলের ছবি মাঙ্কি ম্যান। আর সেই ছবিরই দ্বিতীয় ট্রেলার এল প্রকাশ্যে। হনুমানের গল্পের থেকে অনুপ্রেরণা নিয়ে সেটাকে অবলম্বন করে বানানো হয়েছে এই ছবি। এখানে উঠে এসেছে বদলার গল্প এবং হিংসাত্মক দৃশ্য। দেব প্যাটেলকে এই ছবিতে কিড নামের এক চরিত্রে দেখা যাবে। নৃশংস, উগ্র, মারকাটারি রূপে যে এখানে দেখা যাবে এখানে দেব প্যাটেলকে সেটা ট্রেলার থেকেই স্পষ্ট।দেব প্যাটেল ছাড়াও এখানে আছে। শোভিতা ধুলিপালা। তিনি এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ সারলেন।