৬১ বছর পর ফের বড়পর্দায় আসছে সত্যজিত রায়ের “মহানগর”
After 61 years, Satyajit Ray's "Mahanagar" is coming to the big screen again.

Truth Of Bengal: বড়পর্দায় এখন পুরোনো ছবি গুলি নতুন করে পুনর্মুক্তি পাচ্ছে। এখন এই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছেন বহু ছবির নির্মাতারা। এবার সেই তালিকায় নাম উঠে এল সত্যজিত্ রায়ের ‘মহানগর’ ছবিটিরও। এবার মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সত্যজিত্ রায় পরিচালিত ‘মহানগর’।
৬১ বছর পর বড়পর্দায় পুনরায় মুক্তি পাচ্ছে ‘মহানগর’। ১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। মাঝে কেটে গিয়েছে এতগুলো বছর। তবে সত্যজিত্ রায়ের হাতে তৈরি এই ছবিগুলির সঙ্গে বাঙালির একটা আলাদাই আবেগ জড়িয়ে রয়েছে। বাংলা সিনেমার দর্শক বদলালেও বদলায়নি সেই ইমোশান। ২০২৪ সালে আবারও সেই ছবি বড়পর্দায় দেখার সুযোগ পাবে বাঙালি। যাতে বেশ উচ্ছ্বসিত দর্শকরাও। দক্ষিণ কলকাতার জনপ্রিয় প্রেক্ষাগৃহ নবীনায় ছবিটি মুক্তি পাচ্ছে। এই সিনেমা হলের কর্ণধার নবীন চোখানি বলেছেন, ‘নতুন প্রজন্মের কাছে এই কালজয়ী সৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ।
সম্প্রতি বড়পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘বীরজারা’, ‘রহেনা হ্যায় তেরে দিল মে’, ‘তুম্বাড’ ‘গ্যাঙস অফ ওয়াসেপুর’-এর মতো জনপ্রিয় ছবি । এছাড়াও, পুজোয় মুক্তি পাবে দেব অভিনীত চাঁদের পাহাড়। আর এবার সেই তালিকাতেই জুড়ল সত্যজিতের ‘মহানগর’। তত্কালীন সময়ে শহরের আর্থসামাজিক অবস্থা ও সামাজিক দৃষ্টিভঙ্গি আরতি এবং সুব্রতর মাধ্যমে তুলে ধরা হয়েছিল ‘মহানগর’ ছবিতে। আরতি এবং সুব্রতর ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ও অনিল চট্টোপাধ্যায়।