৪৪ বছর পর বিবাহ হেমা-ধর্মেন্দ্রর! সামাজিক মাধ্যমে ছবি পোস্ট হেমার
After 44 years of marriage Hema-Dharmendra! Post pictures on social media

The Truth of Bengal: ৪৪ বছর পর মালাবদল করে বিয়ে করলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। হেমার গালে আলতো চুমু এঁকে দিলেন ধর্মেন্দ্র। বিয়েতে হালকা কমলা রংয়ের টুইনিং পোশাকে দেখা যায় তারকা দম্পতিকে। ভালোবাসার এই বিশেষ মুহূর্তকে লেন্সবন্দি করে সমাজমাধ্যমে শেয়ারও করেছেন ড্রিম গার্ল। তাঁদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায় বড় মেয়ে এষা দেওলকে। তবে ৪৪ বছর পর বর্যীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে মালাবদল করে স্ত্রী হেমার গালে আদুরে চুমু এঁকে দেওয়ার ছবি ও সুন্দর মুহূর্তের কোলাজ প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরালেন ভক্তরা।
আসলে ২ মে ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী।সালটা ছিল ১৯৮০। ওই বছরের ২ মে ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়েন ড্রিম গার্লহেমা মালিনী। দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে ফেললেন ৪৪ বছর। এতগুলো বছর সংসার করার পরও মনের দিক থেকে যেন চির যৌবন হেমা-ধর্মেন্দ্র জুটি। তাদের ঘরে দুটি কন্যা সন্তানও রয়েছে। তবে আটের দশকের অন্যতম ফেমাস কাপল ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাঁদের অন স্ক্রিন জুটি প্রতিটি দর্শকের মন জিতে নিয়েছিল। সময়ের সঙ্গে বেড়েছে বয়সের সংখ্যাটাও। তবুও জনপ্রিয়তা কিন্তু, এতটুকু ফিকে হয়নি। অল্প বয়সের সেই রোম্যান্সের ছাপ যেন দর্শকের হৃদয়ে আজও রয়ে গিয়েছে। তাই তাদের নতুন বিয়ের ছবি মুহুর্তেই ভাইরাল।