মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হলেন ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি
Actor Vikas Shetty of 'Kavi Khushi Kavi Gham' fame passed away at the age of 48

Truth of Bengal: হিন্দি টেলিভিশনের জগতে নক্ষত্র পতন ঘটলো। প্রয়াত হলেন বলিউড অভিনেতা বিকাশ শেঠি। বিকাশের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেলো বলিউড বিনোদন ইন্ডাস্ট্রি। নতুন শতাব্দীর গোড়ায় কিঁউ কি সাস ভি কভি বহু থি, কহিঁ তো হোগা, কসৌটি জিন্দেগি-র মতো অংখ্য কালজয়ী মেগা সিরিয়ালে দাপটের সাথে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন বিকাশ। জানা যাচ্ছে, রবিবার ৮ই সেপ্টেম্বর না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা বিকাশ শেঠি।
মৃত্যু যাত্রায় অভিনেতার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর পাওয়া যাচ্ছে, ঘুমিয়ে থাকাকালীন অভিনেতার মৃত্যু হয়। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। চিকিৎসা শুরু হবার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিকাশ। স্ত্রী জাহ্নবী এবং দুই যমজ পুত্র সন্তানকে রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন বিকাশ।বছর তিনেক আগেই বিকাশ-জাহ্নবী দুই যমজ পুত্র সন্তানের জন্ম দেন।
দুধের শিশুদের ফেলে রেখে চলে গেলেন অভিনেতা বিকাশ শেঠি। তবে এখনও পর্যন্তবিকাশের মৃত্যু নিয়েপরিবারের তরফেকোনওরকম বিবৃতি মেলেনি। মৃত্যুর মাস দুয়েক আগে সমাজ মাধ্যমে সেভাবে বিকাশকে সক্রিয় থাকতে দেখা যায়নি। হঠাৎ অভিনেতার মৃত্যুর খবর শুনে স্তম্ভিত তার অনুরাগীরা। অভিনেতার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে নাচ বলিয়ে-র তিন নম্বর সিজনে অংশ নিতে দেখা গিয়েছিল বিকাশকে।
অপরদিকে ২০০০ সালের মডেলিং জগতের পরিচিত নাম হিসেবে উঠে আসে বিকাশ। সেই সময়কার একাধিক হিন্দি ছবিতে অংশ নিতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। সেসব ছবির মধ্যে অন্যতম একটি ছবি ‘কভি খুশি কভি গম’।এছাড়াও অর্জুন রামপাল-দিয়া মির্জা অভিনীত দিওয়ানাপন ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল বিকাশ শেঠিকে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়াহিন্দি টেলিভিশন দুনিয়া।