ভয়াবহ দুর্ঘটনার শিকার পারভিন দাবাস, ICU-তে ভর্তি অভিনেতা
Actor Parveen Dabas, victim of horrific accident, admitted to ICU

Truth Of Bengal: ফের বলিউডে মর্মান্তিক ঘটনা। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ‘খোশলা কা ঘোশলা’ খ্যাত বলিউড অভিনেতা পারভিন বাবাস। শনিবার সকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুম্বইয়ের বান্দ্রার একটি বেসরকারি নার্সিংহোমের ICU-তে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলে জানা যাচ্ছে।
প্রো পাঞ্জা লিগের একজন সহ প্রতিষ্ঠা অভিনেতা পারভিন বাবাস। তাঁদের তরফ থেকে বিবৃতি দিয়ে তাঁর এই দুর্ঘটনার কথা জানানো হয়। বিবৃতিতে তাঁরা জানান, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রো পাঞ্জা লীগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি। তিনি এই মহূর্তে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। শনিবার ভোরে বান্দ্রা একটা দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনা হয়। ঘটনার বিশদ বিবরণ এখনও পুরোপুরি সামনে আসেনি। তবে আমরা নিশ্চিত করছি যে মিঃ পারভিন দাবাস বর্তমানে চিকিৎসাধীন। আমারা এই কঠিন সময়ে পারভিন ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছি। প্রো পাঞ্জা লিগ ম্যানেজমেন্ট অভিনেতার পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং যথাযথ আপডেট আমরা দেব। আমরা দয়া করে মিস্টার দাবাস এবং তাঁর প্রিয়জনদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি। আমরা পারভিনের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করি।’
পারভিন দাবাস ‘খোসলা কা ঘোসলা’ ছবিতে অভিনয় করে মন জয় করেন। পাশাপাশি তিনি ‘রাগিনী’ এমএমএস ২, ‘মাই নেম ইজ খান’, ‘শর্মাজী কি বেটি’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশপাশি পারভিন একজন প্রশিক্ষিত স্কুবা ডাইভার এবং ফটোগ্রাফারও। ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে ২৩ মার্চ অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।